সামন্য শিয়ালকাঁটা

চৈতন্য ফকির

সামন্য শিয়ালকাঁটা অথচ তার রূপ ঝরে পড়ছে।রূপ লাগা শরীর থেকে সৌন্দর্য টিকরে বেরুচ্ছে। সেও জানান দেয় অধিকারবোধ।
শিয়ালকাঁটাকে আমরা ছেলেবেলা শিয়ালমুত্রি বলতাম।শিয়ালকাঁটা গাছের কুড়ি তেলে ভেজে খেতাম।মচমচে করে গরম ভাতের সাথে কড়মড়িয়ে ভাত উদরস্থ করতাম।
পেট খারাপ হলে শিয়ালকাঁটা ভীষন উপকারী।
অথচ এখন আমরা এম এন রেগার সময়।বিপিএল সবাই।বিপিএলরাও পেট খারাপ হলে জিবি হাসপাতালের ইমার্জেন্সীতে ছুটে যাই।
ডাক্তার লিখে দেন নিদান।এটা ওটা খাবেন না।
আমরা শিয়ালকাঁটার উপকারিতা ভুলে গেছি।তেলমশলায় পেটের ভেতর আস্তরণ পড়ে গেছে।প্রতিদিন এইসব ফর্মালিন জীবনের দিন খেয়ে নিচ্ছে।
সামন্য শিয়ালকাঁটা তার সৌন্দর্য বিলিয়ে বলছে এসো,আমি সুস্থতা দেবো।

২৯:০৫:২০১৮
সকাল:০৮:৩৫মি
আলুয়াবাড়ি রোড জং।

0 Comments