গোবিন্দ ধরের গানের লিরিক
কুটুমবাড়ি
গোবিন্দ ধর
এসো বন্ধু কুটুমবাড়ি
কুটুম আমার হইও।
তোমার অপেক্ষায় থাকি
নিজের করিয়া নিয়ও।
কত কত স্মৃতি মেখে
মনের মাঝে রেখও।
আমিওতো রাখছি মনে
হৃদয়ে বান্দিও।
সারাক্ষণই বুকের মাঝে
তোমার আনাগোনা।
সে সব কথা কোমনে বলি
সবই তোমার জানা।
আরো অনেক কথা ছিলো
সে সব বলতে চাই।
আবার যেন দেখা হয়
লাল মাটির খোয়াই।
৩১:০৫:২০২৩
বিকেল :৪টা১০মি
কুমারঘাট।
0 Comments