গণ ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব অমরেন্দ্র শর্মার মহাপ্রায়ণ:২৯:০৭:২০১৭

গোবিন্দ ধর
বিদ্যাসাগর পুরস্কার প্রাপ্ত কবি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব শ্রদ্ধেয় অমরেন্দ্র শর্মা মহোদয়।

  প্রয়াত হলেন শিক্ষাবিদ,রাজ্য বিধানসভার
প্রাক্তন অধ্যক্ষ অমরেন্দ্র শর্মা।শ্রদ্ধার সহিত তাঁর বিয়োগ ব্যথায় আমি ও স্রোত পরিবার বাক রুদ্ধ চিত্তে জানাই গভীর শোক জ্ঞাপন করছি।
 এই সময়ে তাঁর শূন্যতা অনুভব হবার মতো।আমাদের কাছে পূরণ হবার নয়।স্রোত প্রকাশনা থেকে তাঁর "জাগ্রত দেশ জাগ্রত জীবন"প্রকাশ কালে প্রিয়জন জ্যাতির্ময় রায় মহোদয়সহ আমাদের কুমারঘাটের বাসায় এসে দীর্খ আড্ডা আর প্রাণ খোলা উচ্চারণসহ সারাদিন আথিতিয়েতা গ্রহণ করে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেন।আমি আর আমাদের পরিবারকে তাঁর সরল অথচ সহজ আলোচনায় ঋদ্ধ করেন।আমরা এমন পন্ডিত মানুষের সম্পর্শে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি।দীর্ঘ শিক্ষকতা জীবন,রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি কবি,তিনি প্রাবন্ধিকও।মানুষের সাথে তাঁর মিশতে পারার অসাধারণ ক্ষমতা মুগ্ধ হওয়ার মতো।

  আমরা তাঁর জাগ্রত দেশ জাগ্রত জীবন প্রকাশ করার জন্য কৃতজ্ঞ। তাঁর আত্মার প্রতি আমাদের প্রণাম।তাঁর শূণ্যতা অপূরণীয় ক্ষতি।সারা ত্রিপুরা হারালো একজন অভিভাবক। 
আমরা ২০১২ সালেও তাঁকে স্রোত আয়োজিত প্রথম কুমারঘাট উৎসবে অতিথি হিসেবে পেয়ে ধন্য হয়ে ছিলাম।তখন তাঁর আলোচনায় আমরা ঋদ্ধ হই।
  এই অভাব আমাদের শিক্ষা সংস্কৃতির জগতে মহীরুহ পতনের সমান।

২৯:০৭:২০১৭
বেলা:৩:৩০মি
কুমারঘাট।

0 Comments