গোবিন্দ ধর এর কবিতা:নির্বিকল্প পথেই হাঁটছি
নির্বিকল্প পথেই হাঁটছি
গোবিন্দ ধর
পথ কেবলই আঁকাবাঁকা জানি।
যেখানে পথের ভাষা আর পড়া যায় না
সেখানেই কি পথ হারিয়ে যায়?
প্রতিদিন পথেই এগোতে চাই বিপথগামী হইনি
নিশ্চিত বাবার দেখানো নির্দেশেই
বামপথে হাঁটছি।
তথাপি হোঁচট আর খাবি খেতে খেতে
খুবলে নিচ্ছে উর্বর সময়।
পথ তবে কোন পথে পা মিলাবো,নির্বিকল্প
বামপথেই তো হাঁটছি?
১৬:০৭:২০২৩
সকাল:১০টা৪৫মি
জি বি হাসপাতাল, আগরতলা।
0 Comments