সোমঋতা মল্লিক আসছেন সৃষ্টিলোক ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব:২০১৭

সাংস্কৃতিক অনুষ্ঠানে অাসছেন।
৬:৮:২০১৭ সায়দাবাড়ি,কুমারঘাট। 

সোমঋতা মল্লিক নজরুল সঙ্গীতের একজন প্রবাদ প্রতীম

চৈতন্য ফকির
সোমঋতা মল্লিক একজন নজরুল গীতির গবেষক। নজরুল তাঁর কন্ঠে বাস করেন।ছায়ানটের প্রতিষ্টাতা।আন্তর্জাতিক নজরুল মেলা করেন।
তিন বছর বয়স থেকে গান শেখান মা সুরুপা মল্লিক।এছাড়াও অপরাজিতা ঘোষ ও কৃষ্ণেন্দু ভট্টাচার্যের কাছে তালিম নেন।তার মা'ও নজরুলগীতি করেন।নজরুল গীতির পাশাপশি সোমঋতার দুটো রবীন্দ্রগীতির সিডিও শ্রোতাদের মন কেড়েছে। বহরমপুর কথাশিল্পী আয়োজিত গুণীজন সম্ভর্ধনা ও কবিতা আবৃত্তি উৎসব প্রগ্রামে তার গান শুনার সৌভাগ্য হয়েছিলো। অসাধারণ গায়কী ।পরদিন শরৎচন্দ্রের বাসভবনে সোমঋতার প্রগ্রাম আছে।মনে হলো নজরুল সোমঋতার কন্ঠে আছেন।আর নজরুলই গাইছেন শুদ্ধ করে তাঁর নিজস্ব সৃষ্টি।আমি বহরমপুর অনিন্দিতা মোদকের উৎসবে না এলে এক প্রাপ্তি থেকে বঞ্চিত হতাম।
অনুষ্টানে সোমঋতা একে একে পরিবেশন করেন

(১) সখি বাঁধলো বাঁধলো ঝুলনিয়া

(২) পরি জাফরানি ঘাগরি

(৩)নাচের নেশার ঘোর লেগেছে।

ঘোর তন্মতায় গানগুলো শুনছিলাম।

"নাচের নেশার ঘোর লেগেছে"শুনতে শুনতে আরো আরো স্পৃহা বাড়িয়ে দিয়েছিলো।আরো শুনবো।আরো শুনবো  সেই আশায় তন্ময় হয়ে চোখ মুদিয়া গেলো।কিন্তু ঘোষক অলোক বিশ্বাস সে ঘোরের তাল কেটে দিলেন।সঞ্চালনায় গতি আনতে আমার প্রিয় শিল্পীর গান আর আজকের মতো শুনতে পারিনি।
এক বুক আশা নিয়ে দীর্ঘ সময় যার কন্ঠে নজরুল শুনার জন্য বলতে ইচ্ছে হয় বড় আশা করি শুনিতে চাই গো বাদলো দিনের গান।
নজরুল হয়তো সে সুযোগ করে একজন শিল্পীকে চিনিয়ে দিলেন।সোমঋতা বয়সে তরুণী হলেও গায়কীতে তার অসাধারণ ভরাট গাম্ভীর্য আমাকে মুগ্ধ করলো।আমি নজরুল প্রেমের আবহে ভাসছি।সমৃদ্ধ হলাম সোমঋতাকে শুনে।সত্যি তাঁর কন্ঠে নজরুল নাচের নেশার ঘোর।এ ঘোর কাটে না।লেগে থাকে বিষন্ন মেঘলা দুপুরে একলা হলে মনে পড়ে তাঁর সখি বাঁধলো বাঁধলো ঝুলনিয়া।

১১:০৭:২০১৭
বিকেল:৩টা১০মি
কৃষনগর।

0 Comments