সুষমারাণী ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা :২০২৩

প্রকাশপর্ণা সম্পাদক ড.অপর্ণা গাঙ্গুলী মহোদয়াকে সুষমারাণী ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা :২০২৩
তুলে দিতে পেরে গৌরবান্বিত স্রোত পরিবার।আমরা এই সম্মান প্রতি বছর কৃতি সাহিত্যিক, কবিদের হাতে তুলে দিই।


দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা :২০২৩
জামতাড়া লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলায় ড দীপক সেন,ড কাশীনাথ চট্টোপাধ্যায় ও রাজকুমার সরকার মহোদয়ের হাতে তুলে দিলাম দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা :২০২৩।
চারটি সম্মাননা তুলে দিতে পেরে গৌরবান্বিত স্রোত পরিবার।

0 Comments