চিঠি



একঝাঁক সহযোগী শুভানুধ্যায়ী 
কবি সাহিত্যিক ও পাঠকের সমন্বয়ে
হাঁটি হাঁটি পা পা 
৩০ বছর১৯৯৫-২০২৩

যে ভাষায় কথা বলে নদী 
পাখি গান গায়,কালস্রোত 
লেখা হয় পাতায় পাতায়

স্রোত(লগো)
আয়োজিত 

দুই বাংলার
লেখক সম্মাননা এবং প্রকাশনা উৎসব - ২০২৩

তারিখ  : ২৯ ডিসেম্বর ২০২৩
সময়  :  সন্ধ্যা ৫ টা
স্থান  : নৃপেন চক্রবর্তী হল,,আগরতলা প্রেসক্লাব,তিনতলা 

গৌরবোজ্জ্বল উপস্থিতি 

সৈয়দা আঁখি হক  লোকগবেষক, বাংলাদেশ 
অশোকানন্দ রায়বর্ধন  লোকগবেষক, ত্রিপুরা 
ড. নির্মল দাশ অধ্যাপক ত্রিপুরা বিশ্ববিদ্যালয় 
বিমল চক্রবর্তী  কথাসাহিত্যিক, ত্রিপুরা 
মো:মতিউর রহমান হাসান  লোকশিল্পী বাংলাদেশ 


অনুষ্ঠানমালা
 
লোকগবেষক 
সৈয়দা আঁখি হকের জন্মদিন উদযাপন ★আলোচনা★সম্মাননা★বই প্রকাশনা★লোকসংগীত★নির্বাচিত কবিদের কবিতা পাঠ আবৃত্তি

সূচনা সংগীত  : চন্দ্রিমা বণিক

লোকগান :মো:মতিউর রহমান হাসান, লোকশিল্পী বাংলাদেশ 

জলের গান : শাশ্বতী দাস
 ড. অপর্ণা গাঙ্গুলী

আবৃত্তি :
আবৃত্তিশিল্পী রশিদ কামাল,ড. মুজাহিদ রহমান 

সঞ্চালনা :  বাচিকশিল্পী সুমনা দাশ পাটারী
 
আপনাদের উপস্থিতিতে নন্দিত হোক আমাদের আয়োজন। 

ধন্যবাদান্তে
গোবিন্দ ধর 
সম্পাদক 
স্রোত(লগো)

0 Comments