একটু সংশোধন করে দিন

একঝাঁক সহযোগী শুভানুধ্যায়ী 
কবি সাহিত্যিক ও পাঠকের সমন্বয়ে
হাঁটি হাঁটি পা পা 
৩০ বছর১৯৯৫-২০২৩

যে ভাষায় কথা বলে নদী 
পাখি গান গায়,কালস্রোত 
লেখা হয় পাতায় পাতায়

বইমেলা ও উৎসব লগো রাখুন 

স্থান :নৃপেন চক্রবর্তী হল, আগরতলা প্রেসক্লাব, তিনতলা 
তারিখ :৬ অক্টোবর ২০২৩, সময়:বিকেল:৫টা
---------------------------------

গৌরবোজ্জ্বল উপস্থিতি 

মাননীয় উদ্বোধক
মানিক সাহা,মুখ্যমন্ত্রী,ত্রিপুরা সরকার

প্রধান অতিথি 
সেলিনা হোসেন, কথাসাহিত্যিক, বাংলাদেশ 

বিশেষ অতিথি 
রামেশ্বর ভট্টাচার্য, কবি, ত্রিপুরা 
নৃপেন্দ্রলাল দাশ,প্রাবন্ধিক,বাংলাদেশ 
ড.রামকুমার মুখোপাধ্যায়,প্রাক্তন অধ্যক্ষ, বিশ্বভারতী প্রকাশন বিভাগ, শান্তিনিকেতন ও কলকাতা
পুলিন রায়,কবি ও সম্পাদক:ভাস্কর , বাংলাদেশ 

সম্মানিত অতিথি 
রাখাল মজুমদার, বুক সেলার্স এণ্ড পাবলিশার্স, ত্রিপুরা 
ক্রাইরী মগচৌধুরী,মগ ভাষা গবেষক, ত্রিপুরা 
বিমল চক্রবর্তী, কথাসাহিত্যিক, ত্রিপুরা 
নিয়তি রায়বর্মন,প্রাবন্ধিক, ত্রিপুরা 
মাহাবুবা লাকি,কবি, সম্পাদক,চিরদিন:প্রকাশক,বাংলাদেশ 
খালেদ উদ- দীন:প্রকাশক:বুনন,বাংলাদেশ 
আমিরুল ইসলাম মুকুল,সম্পাদক, বাংলাদেশ
আনোয়ার কামাল,প্রকাশক:এবং মানুষ, বাংলাদেশ 
রাজেন্দ্র গুরাগাই,কবি ও সম্পাদক,নেপাল।
সৌহার্দ সিরাজ,সৌম্য, বাংলাদেশ 
রামপ্রসাদ পন্ট,কবি,নেপাল 

সূচনা নৃত্য 
পাঞ্চালী দেববর্মা,
খুমপই সাংস্কৃতিক একাডেমি, ত্রিপুরা 

স্রোত 
থিম সংগীত

শাশ্বতী দাস,সম্পাদক :সুবোধ  :ড.অপর্ণা গাঙ্গুলী,সম্পাদক :প্রকাশপর্ণা ও স্রোত 
সাহিত্য পত্রিকা ও প্রকাশনার একঝাঁক সহযোগী 

সঞ্চালনা
সুমনা দাশ পাটারী,বাচিকশিল্পী, ত্রিপুরা 

সভাপতি 
অশোকানন্দ রায়বর্ধন,লোক গবেষক, ত্রিপুরা 


আপনাদের উপস্থিতিতে নন্দিত হোক ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩।

সহযোগিতা 
প্রকশনা মঞ্চ :
এবং মানুষ 

ধন্যবাদান্তে
গোবিন্দ ধর 
সম্পাদক 
স্রোত(লগো)

বি:দ্র:পরদিন সকাল ১০টা থেকে রাত ৯টা অব্দি অনুষ্ঠান চলবে।



বাংলাদেশ থেকে যে সকল লিটল ম্যাগাজিন ও প্রকাশনা 
উপস্থিত থাকবেন কথা দিয়েছেন 

★নন্দন বইঘর:প্রকাশক:সুব্রতকান্তি চৌধুরী 
★কামাল পারভেজ 
★এবং মানুষ :প্রকাশক:আনোয়ার কামাল
★সময়ের কারুকাজ :প্রকাশক:আমিরুল ইসলাম মকুল
★চিরদিন :প্রকাশক:মাহাবুবা লাকি
★আইডিয়া :প্রকাশক:সাকিল মাসুদ
★অনুভূতি:প্রকাশক রণি অধিকারী
★পাক্ষিক পুরাতন পাতা:প্রকাশক: রমজান বিন মোজাম্মেল 
★সীমান্তের ডাক:প্রকাশক:সঞ্জয় দেবনাথ
★হামিদূর রহমান (প্রত্যয় হামিদ) 
সম্পাদক: হাইফেন, রাজশাহী,বাংলাদেশ 

ত্রিপুরা থেকে যে সকল লিটল ম্যাগাজিন ও প্রকাশনা অংশ গ্রহণ করতে সম্মতি দিয়েছেন

★স্রোত:প্রকাশক:সুমিতা পাল ধর 
★বইবাড়ি:প্রকাশক:গৌরব ধর
★অন্যপাঠ:প্রকাশক:স্বপন ধর
★সুবোধ:প্রকাশক:শাশ্বতী দাস
★প্রকাশপর্ণা:প্রকাশক :মৃগাঙ্ক ভৌমিক 
★মনু থেকে ফেণি :প্রকাশক:বিজন বোস
★প্রবাহ প্রকাশন:প্রকাশক:জহর দেবনাথ 
★সপ্তপর্ণা:প্রকাশক:নিয়তি রায়বর্মন
★অন্যভূমি:প্রকাশক:অনিতা ভট্টাচার্য 
★বহৃিশিখা পাবলিকেশন :প্রকাশক নিভা চৌধুরী ,কর্ণধার মন্টু দাস 

আসাম থেকে উপস্থিত থাকবেন সম্মতি দিয়েছেন 
★সেবা সম্পাদক অপর্ণা দেব 

বিহার থেকে উপস্থিত থাকবেন সম্মতি দিয়েছেন

★শৈলী:সম্পাদক ও প্রকাশক:অমলেন্দু চক্রবর্তী 

নেপাল থেকে যে  লিটল ম্যাগাজিন ও প্রকাশনা অংশ গ্রহণ করতে সম্মতি দিয়েছেন:

★কল্পতরু:প্রকাশক:রাজেন্দ্র গুরাগাই


প্রকাশ হবে যে সকল লিটল ম্যাগাজিন 

★রাঙ্গামাটি:সম্পাদক :কল্যাণী ভট্টাচার্য 
★প্রকাশপর্ণা :সম্পাদক :ড.অপর্ণা গাঙ্গুলী 
★খুমতিয়া:সম্পাদক :ভুলুকুমার দেবর্বমা

0 Comments