উদ্বোধন পর্ব:ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩
একঝাঁক সহযোগী শুভানুধ্যায়ী
কবি সাহিত্যিক ও পাঠকের সমন্বয়ে
হাঁটি হাঁটি পা পা
৩০ বছর১৯৯৫-২০২৩
যে ভাষায় কথা বলে নদী
পাখি গান গায়,কালস্রোত
লেখা হয় পাতায় পাতায়
বইমেলা ও উৎসব লগো রাখুন
স্থান :নৃপেন চক্রবর্তী হল, আগরতলা প্রেসক্লাব, তিনতলা
তারিখ :৬ অক্টোবর ২০২৩, সময়:বিকেল:৫টা
৭ অক্টোবর ২০২৩ সময়:সকাল:১০টা -রাত:৯টা
--------------------------------------------------------------
গৌরবোজ্জ্বল উপস্থিতি
মাননীয় উদ্বোধক
মানিক সাহা,মুখ্যমন্ত্রী,ত্রিপুরা সরকার
প্রধান অতিথি
রামেশ্বর ভট্টাচার্য, কবি, ত্রিপুরা
বিশেষ অতিথি
দেবব্রত দেব, কথাসাহিত্যিক, ত্রিপুরা
সম্মানিত অতিথি
স্বপন নন্দী, চিত্রশিল্পী,ত্রিপুরা
রাখাল মজুমদার, বুক সেলার্স এণ্ড পাবলিশার্স, ত্রিপুরা
অভিজিৎ চক্রবর্তী, স্কুল অব সাইন্স, ত্রিপুরা
ক্রাইরী মগচৌধুরী,মগ ভাষা গবেষক, ত্রিপুরা
বিমল চক্রবর্তী, কথাসাহিত্যিক, ত্রিপুরা
নিয়তি রায়বর্মন,প্রাবন্ধিক, ত্রিপুরা
আমিরুল ইসলাম মুকুল,সম্পাদক, বাংলাদেশ
আনোয়ার কামাল,প্রকাশক:এবং মানুষ প্রকাশনী, বাংলাদেশ
রাজেন্দ্র গুরাগাই,কবি ও সম্পাদক,নেপাল
অমলেন্দু চক্রবর্তী, প্রকাশক:শৈলী, বিহার
অতিথি
হাসনাইন সাজ্জাদী:প্রকাশক ও সম্পাদক :পূর্বাপর:বাংলাদেশ
সাকিল মাসুদ,প্রকাশক:আইডিয়া, বাংলাদেশ
রমজান বিন মোজাম্মেল, প্রকাশক:পুরাতন পাতা,বাংলাদেশ
মন্টু দাস, প্রকাশক:বহ্নিশিখা,ত্রিপুরা
সূচনা:'আবৃত্তি নীড়'এর খুদে শিল্পীরা
সঙ্গীত :গৌর দাস,সঙ্গীতশিল্পী
সঞ্চালনা
অপরাজিতা মজুমদার, সঞ্চালক,ত্রিপুরা
সুমনা দাশ পাটারী,বাচিকশিল্পী, ত্রিপুরা
সভাপতি
অশোকানন্দ রায়বর্ধন, লোক গবেষক, ত্রিপুরা
লিটল ম্যাগাজিন উন্মোচন
★প্রকাশপর্ণা :সম্পাদক :ড.অপর্ণা গাঙ্গুলী
★খুমতিয়া:সম্পাদক :ভুলুকুমার দেবর্বমা
আপনাদের উপস্থিতিতে নন্দিত হোক ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩।
সহযোগিতা
প্রকশনা মঞ্চ : আগরতলা : ত্রিপুরা
এবং মানুষ : ঢাকা :বাংলাদেশ
ধন্যবাদান্তে
ড.অপর্ণা গাঙ্গুলী
আহ্বায়ক
ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩
গোবিন্দ ধর
সম্পাদক
স্রোত(লগো)
0 Comments