আমন্ত্রণ চিঠি :অণুগল্প পাঠ
পেডে দিন
প্রতি
মহাশয়/মহাশয়া
আগামী ৬/৭ অক্টোবর:২৩ আগরতলা প্রেসক্লাবে স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনা আয়োজিত ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩ উপলক্ষে আপনি অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ রইলো। ৬অক্টোবর সন্ধ্যা ৫ টায় অনুষ্ঠান শুরু হবে।আর ৭ অক্টোবর সকাল ১০টা অনুষ্ঠান শুরু হবে।৭ অক্টোবর বেলা ৫টা ৩০ মিনিটে আপনি একটি অণুগল্প পাঠ করার বিশেষ আমন্ত্রণ রইলো।
আশা রাখি আপনি অণুগল্প পাঠ করে কৃতার্থ করবেন।
ধন্যবাদান্তে
ড.অপর্ণা গাঙ্গুলী
আহ্বায়ক
ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩
গোবিন্দ ধর
স্রোত
সম্পাদক
0 Comments