দুই বাংলার লেখক সম্মাননা এবং প্রকাশনা উৎসব - ২০২৩ অতিথি আমন্ত্রণ চিঠি
একঝাঁক সহযোগী শুভানুধ্যায়ী
কবি সাহিত্যিক ও পাঠকের সমন্বয়ে
হাঁটি হাঁটি পা পা
৩০ বছর১৯৯৫-২০২৩
যে ভাষায় কথা বলে নদী
পাখি গান গায়,কালস্রোত
লেখা হয় পাতায় পাতায়
স্রোত(লগো)
আয়োজিত
দুই বাংলার
লেখক সম্মাননা এবং প্রকাশনা উৎসব - ২০২৩
তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৩
সময় : সন্ধ্যা ৫ টা
স্থান : নৃপেন চক্রবর্তী হল,,আগরতলা প্রেসক্লাব,তিনতলা
প্রতি
সৈয়দা আঁখি হক লোকগবেষক, বাংলাদেশ
মহোদয়া
আপনি জেনে খুশি হবেন,আগামী ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে আমরা দুই বাংলার লেখক সম্মাননা ও প্রকাশনা উৎসব আয়োজন করতে চাই। উক্ত অনুষ্ঠানে আপনাকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ রইলো। অনুষ্ঠানে আপনাকে সম্মানিত করতে চাই। পাশাপাশি ঐদিন আপনার শুভজন্মদিন উদযাপনেরও ইচ্ছে। আমরা অবগত আছি বাংলাদেশে আপনি লোকগবেষক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন।যা বাংলাদেশের কাঁটাতার ডিঙিয়ে এপারেরও পৌঁছেছে।
সুতরাং আপনার সম্মতি পেলে আমরা আনন্দিত ও গৌরবান্বিত হই।
আপনার উপস্থিতিতে নন্দিত হোক আমাদের আয়োজন।
ধন্যবাদান্তে
গোবিন্দ ধর (স্বাক্ষর এর কপি)
সম্পাদক
স্রোত(লগো)
0 Comments