মুক্তগদ্য
খুচরোকথা || সুমিতা দেব
এই কথাটা বলেছ তুমি কিছু ভেবে তাইতো? আমি জানি তোমার জীবনের চরম অপমান অসম্মানটা এখনো তোমার মনে দগদগে ঘা হয়ে আছে। সহজে হয়তো যাবেও না। আমি চাইও না এটা একেবারে মুছে যাক মন থেকে। তা নাহলে তোমার শিল্প সত্ত্বাটাও হারাবে অনেকটা। যার জন্য কথাগুলো বলা। একটাই উদ্দেশ্য আমার। আমি মানি যে নিজেকে পুরোপুরি না ভাঙ্গলে গড়তেও পারেনা মানুষ। আমি জানি না সে কোনোদিন তোমার জীবনে আবার ফিরে আসবে কিনা। বা তুমিও গ্রহণ করবে কিনা। ধরে নিলাম সে আসলেও তুমি গ্রহণ করবে না তাকে । এটা বলছি এই কদিন তোমাকে কতটা বুঝেছি জানিনা আমি,তবে আমার এটা মনে হয়েছে তোমার সঙ্গে মিশে। ঠিক ভুল তুমি বলতে পারবে। প্রত্যেকটা মানুষ আলাদা সত্ত্বা নিয়ে জন্মায়। তুমি কোনোদিন একজনের সাথে আরেকজনকে গুলিয়ে ফেলো না। আর একজন যা করছে বা করেছে অন্যজন ও তাই করবে এটা ভাবাও ভুল এক ধরনের। আমার মাঝে মাঝে তোমাকে দেখে মনে হয় তোমার মনে বিন্দুমাত্র বিশ্বাস আর বেঁচে নেই। এটা কি ঠিক বলে মনে হয় তোমার? এরকম ভাবনা থেকে নিজেকে ছাড়িয়ে নাও। ভালো থাকবে তুমি। তোমার যে কতকিছু করার বাকি এখনো এগুলো কবে সম্পন্ন করবা তুমি। ৩০ তারিখ মাঙ্গলিকে মিলন দা, দেবব্রতদা, ভুলু দা এত সুন্দর কিছু কথা বলেছে আমিতো খুব গর্ব বোধ করেছি আমাকে তুমি এসব কথা শোনার সুযোগ করে দেওয়াতে। শেষটায় বিজন দাকে বলেছি তোমার প্রতিক্রিয়া কি শুনব না? তখন বিজন দা আরো একটা ভালো কাজ করলেন তোমাকে ডেকে কিছু বলার কথা বলে। শেষে তোমার কথা শুনলাম। কি সুন্দর বলেছ আরো ভাঙ্গতে আরো আঘাত করতে তোমাকে। কত বড় কথাটা বলেছ তখন। আর এটাই সত্যি। ভালোবাসা মানুষকে যেমন ভাঙ্গে তেমনি গড়েও। তোমার বুকের ভেতর সত্যি একটা সমুদ্র। সেই সমুদ্রের গভীরতা মাপা সত্যি খুব কঠিন কাজ। আমি চাইব আমার ভুল ত্রুটি গুলোকে তুমি শুধরে দিলে আমি খুশি হব। যেমন আমার মা দেয়।
0 Comments