গোবিন্দ ধর এর এক গুচ্ছ 

পদ্যগান


এক.

মেয়েরা পাখি 

মেয়েরা নদী।

#

মেয়েরা আমাদের হিরন্ময় কলস।


দুই.


আসঙ্গে যৌনতা নেই

নেই প্রেম

ভালোবাসা।


আসঙ্গ কোনো ভেজ কারি না।


আসঙ্গ কিছুটা প্রেম

কিছুটা ভালোবাসা

বাকিটা ধর্ষন মিশ্রিত।


০৮:০৮:২০১৫


তিন.


পথ হারিয়ে ফেললে

পথ কেবল পথ দেখায় না।

আলোকিত মহাকরণ থেকে শিয়ালের ডাক 

হারিয়ে গেলে

বনভূমির বুক থেকে শহরের জন্ম হয়।

পুরনিগমের নিয়ন আলোয় 

তোমার মুখ কেমন ফ্যাকাশে দেখায়

বৈরীবাতাস আনতে সাহেব নবাবের

তাসগুলো আবার বাজি ধরে

তখন শহর কেমন ভয় ভয় 

শেয়ালের দাঁতের চেয়ে

আরো বিষদাঁত বেরোয়।


৮:৮:১৭

সকাল:০৫:৪৮মি।


চার.


এমন নয় ভাই মানেই সে সৎ।

বন্ধু মানে সে ধর্ষক নয়।

প্রেমিক মানেই মানুষ হবে,

তাও কোন কথা নয়।

পুরুষ হলেই সে সুপুরুষ?


তাও নয় বোন।

তাও নয় মা

তাও নয় প্রেমিকা।


সকল পুরুষের মাঝে একজন

ভালো ঈশ্বর থাকেন

লুকানো মুখোশ থেকে বেরিয়ে পড়া নখগুলো

ত্বকের পরিধি থেকে বেরিয়ে আসলে

তুমি তাকে সহসাই বলো লম্পট।


০৭:০৮:২০১৭

সন্ধ্যা:৬;৪৯মি


পাঁচ.


সফল রমণ শেষে তুমি

রাধারমণ।


৭:৮:১৭

রাত:১১:৪৮মি।


ছয়.


শ্রাবণ আসুক শ্রাবণ আসুক।

প্লাবন ধারায় শ্রাবণ আসুক।


বৃষ্টির ছবি ধরতে পারেনি,মেঘ।

গানের রেওয়াজ নিন অভিষেক।


৬:৮:১৭

0 Comments