গোবিন্দ ধরের তিনটি কবিতা

চাঁদ মুখ

চাঁদ মুখের মুখোমুখি হলে
যদি চন্দ্রপুকুর নদীর তীরে একটু আড্ডা হয়
তবে বসবে চল? 

পাশাপাশি বসি চাঁদ মুখ থেকে 
আলো শুষে নেবো,চুমু খাবো
বিশ্রাম নেবো চন্দ্রপুকুর নদীর তীরে। 

তুমি চাঁদমুখ,তুমি রূপকথা
বুকের মাঝে লাফিয়ে ওঠা গোপন লাব ডুব। 

১৬ ডিসেম্বর ২০২২
সকাল:০৫টা৩৪মি
কুমারঘাট।

বড়মুড়া ইকোপার্ক 


চারদিকে সবুজ আর সবুজ
মাঝে একটি কাঠের ঘর
চলো বহুক্ষণ তাকিয়ে দেখি প্রকৃতি।

নিচে জলপ্রপাত। প্রবাহিত।পাখির কলকাকলি 
আর একটু ফিরে দেখার অবসর।

আমাদের দুপুর গিলে খাওয়া মোবাইল 
আর দিনরাত এক করার সিঁড়ি বেয়ে 
উঠছে নামছে মধ্যবিত্ত জীবন।

নিঝুম সন্ধ্যায়, একটু তো নিকটে আসি
চলো তুমি বাজাও হাওয়াইন গিটার। 

১৪:১২:২০২২
সকাল:৯টা২৯মি
ডেমছড়া।


আরোগ্য যোজনা প্রকল্প এবং 

খুব নির্ভরতায় আঘাত এলে চৌচির হয়ে যায় বিশ্বাস। 
বিশ্বাস অর্জনের সীমা সীমানা নেই। 
একে অপরের নিকট সমর্পনের পাশাপাশি 
সিংহ দরজার গোপন চাবি কোথায় লটকে আছে 
পরস্পর চোখ মুদে হাত যখন ঠিকঠাক জায়গায় যায়

বিশ্বাস পেকেছে বুঝুন লাভ ডুব সই।

একান্তে একটি রুটি ছুড়ে বললে ভালোবাসি? 
এরও অধিক গোপন জেবলাইনে 
কুশলেই তো আছে-দিকবিদিক।

সমস্ত ওম ও ওংকার মিশিয়ে বুকের ভেতর
একটি পায়রা পুষেছিলাম।
তারও চাই আরো আরো আরোগ্য যোজনা প্রকল্প!

আরোগ্যেরও আরো আরোগ্যের দরকার
তিনিও তেমন হাসপাতাল থেকে আরো এক
আরোগ্য নিকেতনেই শুয়ে আছেন।

আরোগ্য যোজনা প্রকল্পের শেষ নেই 
কারণ আরোগ্যেরও আরোগ্য চাই
যার প্রকৃত অসুখ -তারও চাই সুস্থতা অহর্নিশ।

১৬ই ডিসেম্বর ২০২২
সনয়:০৮টা
কুমারঘাট

0 Comments