গোবিন্দ ধর : কুমারঘাট সাংস্কৃতিক আন্দোলনের রূপকার ||অনিতা ভট্টাচার্য .....................
গোবিন্দ ধর : কুমারঘাট সাংস্কৃতিক আন্দোলনের রূপকার
অনিতা ভট্টাচার্য
.....................
সংস্কৃতি হল রুচিশীল মানসিকতার শৈল্পিক বহিঃপ্রকাশ ৷দৃষ্টিভঙ্গী যত স্বচ্ছ ও উদার হয় ,একজন ততই সংস্কৃতি মনস্ক হয়ে ওঠেন ৷জীবন গঠন ও উন্নয়নের সঙ্গে সংস্কৃতি অঙ্গাঙ্গী ভাবে জড়িত ৷মানব সমাজের রীতি-নীতি ,আচার-আচরণ চিন্তা-চেতনা,শিল্পকলা ইত্যাদির সমষ্টি হল সংস্কৃতি ৷সমাজে যত বেশী সংস্কৃতি মনস্ক মানুষ থাকেন ততই সমাজের মঙ্গল সাধিত হয় ৷এই সমাজের মঙ্গলকামী মানুষরা অনেক সময় মন্হর গতিতে হলেও গতানুগতিক ও অন্ধ কুসংস্কারগত ধ্যান ধ্যারণার ও মনমানসিকতার পরিবর্তন করে থাকেন ৷এমনই একজন মানুষ হচ্ছেন —গোবিন্দ ধর মহোদয় ৷যিনি অতি সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তাঁর সীমিত ক্ষমতার মধ্যে থেকেও সাহিত্যের জগতে এক বিরাট ভূমিকা পালন করেন ৷ অতি ধীর গতিতে হলেও তিনি সাহিত্যের আঙ্গিনায় কবিতা,গল্প, ছড়া,প্রবন্ধ ,উপন্যাস ইত্যাদি বিষয়ে প্রচুর পুস্তক তাঁর স্রোত প্রকাশনা থেকে প্রকাশ করেন ৷অনেক কবি ,সাহিত্যিক,প্রবন্ধকার , গল্পকার,লেখক,ছড়াকারের পৃষ্ঠপোষকতা করেন ৷একজন শিশুকে যেমনভাবে হাঁটতে শেখাতে হয়,তেমনভাবে অনেক নবীন লেখক ,কবি ,সাহিত্যিকের সুপ্ত প্রতিভার উন্মোচন করেন এবং সাহিত্যের দরবারে নিয়ে আসেন ৷ ১৯৯৫সালের বিদ্যাসাগরের জন্মদিবসের দিন থেকেই স্রোত প্রকাশনার পথ চলা শুরু হয়েছিল ৷অক্লান্ত পরিশ্রম,নিষ্ঠা,সততা,দায়বদ্ধতার সাথেই নিপুণভাবে উনার নিরলস সাহিত্য সাধনা আজ অব্দি চালিয়ে যাচ্ছেন ৷প্রান্তিক রাজ্য ত্রিপুরার একটি প্রত্যন্ত অঞ্চল রাতাছড়া থেকেই স্রোতের পথ চলা শুরু হয়েছিল ৷বর্তমানে কুমারঘাটে বইপত্র এবং পান্ডুলিপি সংগ্রহের জন্য অন্যতম প্রতিষ্ঠান উদ্দীপ্ত সংগ্রহশালা রয়েছে ৷তাছাড়া মুদ্রণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গ্রাফিপ্রিন্ট রয়েছে ৷আঁকা ও আবৃত্তি শিক্ষার প্রতিষ্ঠান কবিতাঘর এবং শিশু সাহিত্যের কাগজ "কুসুম" রয়েছে ৷নানারকম প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রায় তিন দশক ধরে স্রোত প্রকাশনার থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছে ৷উত্তরপূর্ব ভারতের বিশিষ্ট কবি সাহিত্যিকদের সাহিত্য সম্ভারঅ প্রকাশিত হয় ,যেগুলি যত্ন করে সংগ্রহ করে রাখার মতো গ্রন্থ ৷যে অসাধারণ সহনশীল ব্যক্তিত্বকে কেন্দ্র করে " স্রোত" প্রকাশনা জগৎ পরিচালিত হয় ,তিনি হলেন গোবিন্দ ধর মহোদয় ৷অনেক নিষ্ঠাবান ব্যক্তি এবং উপদেষ্টা মন্ডলীর সহায়তায় স্রোত আজ বেগবান ৷বহুবিধ কর্মকান্ড, অসংখ্য রচনা সম্ভার এই ক্ষুদ্র পরিসরে লেখা প্রায় অসম্ভব৷বাংলা ভাষার পাশাপাশি ককবরক ,চাকমা ,মনিপুরী ভাষায় অনুবাদ সাহিত্য স্রোত থেকে প্রকাশিত হয় ৷এই বিশাল কর্মযজ্ঞের নিরিখে গোবিন্দ ধরকে একজন সাংস্কৃতিক আন্দোলনের রূপকার হিসেবে আখ্যা দেও য়া যেতে পারে ৷বর্তমানে তাঁর সমস্ত কাজকর্ম কুমারঘাটে বসেই পরিচালনা করেন।কুমারঘাটের সকল কবি সাহিত্যিকদের কোনো না কোনোভাবে তিনি সহযোগিতা ও এগিয়ে যেতে কাজ করেন। তাতে তিনি আনন্দই পান।কুমারঘাটের প্রতিটি লিটল ম্যাগাজিন প্রকাশের নেপথ্যের কারিগর তিনি।তাঁর নিপুন দক্ষতায় এই অঞ্চলে লিটল ম্যাগাজিন প্রকাশে জোয়ার প্রবাহিত।এমন কি ২০১২ সালে কুমারঘাট উৎসব আয়োজনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে সাহিত্য সংস্কৃতির বেগবান স্রোত।
0 Comments