তুমিনু আইবায় বন্ধু 

গোবিন্দ ধর 

বন্ধু তুমি আইলায় না
বাড়চাইয়া বাড়চাইয়া আমার 
সারা রাইতেই ঘুম আইল না।

তুমিনু কইলায় বন্ধু 
যেমনে পারো আইবায়অঔ
আমি বন্ধু সারারাইতঔ 
বাড়চাইয়া বাড়চাইয়া আর ঘুমাইলাম না।

কালি তোমার ছবি ভাসে
চৌখপুকুরর আয়নাত।
সারারইতঔ সজাগ বন্ধু ঘুম আইলনা।

আইজনু আমি ফিরি যাইয়ার
আরনি অইবো দেখা
তবুও বন্ধু তোমার কথা
মনতনে আর যার না।


৪/৩/২০২৩
সকাল:৫টা
সারি (রুম)
সিলেট জেলা পরিষদ সার্কিট হাউস।

0 Comments