লকডাউনখণ্ড

চৈতন্য ফকির 

পিঁপড়ের মতো পিষে ফেলা হয় মানুষ।
পায়ের নিচে দমবন্ধ কালো মানুষ। 
কাতর কণ্ঠে মানুষটি বাঁচতে চায়।
সাদা মানুষের কোন হেলদোল নেই। 

রাস্তায় রাস্তায় হাঁটছে মরছে মানুষ। 
পায়ের নিচ ফেটে মানচিত্রের মতো
কোভিড আক্রান্ত। 

স্টেশনচত্বরে শায়িত মৃত মা শিশুটি জাগাতে চায়।
মায়ের জবান বন্ধ। মা মৃত।
মা ডাক শুনতে পায় না।
শিশুটি ক্রমাগত ডাকছে ডাকছে মা মা।

লাফিয়ে লাফিয়ে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ে।
লকডাউন এক
লকডাউন দুই 
লকডাউন তিন
লকডাউন চার
লকডাউন পাঁচ আনলক সময়।

সব আনলক।
বাজার হাট মন্দির মসজিদ গীর্জা গুরুদ্বার।
রাস্তায় রাস্তায় মরছে হাঁটতে হাঁটতে মানুষ। 

রক্তদান উৎসব অনুষ্ঠান বন্ধ 
আক্রান্ত মানুষের রক্ত চাই তাও 
সাদা মানুষের রক্ত কালো মানুষ পায় না।
বুটের নিচে পিষে মরে শ্বাস নিতে না পারা মানুষ।

জর্জ ফ্রয়েড মরছে আট মিনিট সময় ধরে। 

কাতর কণ্ঠে জর্জ ফ্রয়েড বলছে
নি:শ্বাস চাই 
নিঃশ্বাস চাই
শ্বাস নিতে পারছি না।
বাঁচতে চাই 
মা বাঁচতে চাই
কালো মানুষের ভ্রুক্ষেপ নাই!

লকডাউন বাড়ছে আনলক এক
সব ধীরে ধীরে খোলে যাবে।
পাড়া মহল্লায় করোনাআক্রান্ত মানুষ জানে না
তারও কোভিডকাল চলছে!

০২:০৬:২০২০
সকাল:১০:০০
কুমারঘাট।

0 Comments