গোবিন্দ ধরের কবিতা
আমন্ত্রণলিপি
গোবিন্দ ধর
ভালোবাসার হাত বাড়িয়ে অপেক্ষায় আছি।
এসো অপেক্ষার দরজায় কড়া নাড়লেই
হাট করে খোলে যাবে সদর হাসপাতাল।
সকল অসুখ থেকে পরিত্রাণ প্রার্থনায়
এই আমন্ত্রণ লিপি পাঠালাম তোমাকেই।
এসো ভেতর এসি হয়তো নেই
কিন্তু এই উষ্ণতায় উষ্ণতা দূর হবে বলা যায়।
০৬:০৬:২০২৩
রাত:০৭টা২৪মি
জিবি হাসপাতাল,আগরতলা।
0 Comments