জল জলা ও নদী বিষয়ে এক জলজপুরুষ কবি গোবিন্দ ধর
জল জলা ও নদী বিষয়ে এক জলজপুরুষ কবি গোবিন্দ ধর
হারাধন বৈরাগী
ত্রিপুরায় লিটল ম্যাগাজিন আন্দোলন
ছড়া আন্দোলন
পুঁথি পুস্তক সংগ্রহ আন্দোলন
প্রকাশনা আন্দোলনসহ লেখালেখি মহুকুমাস্তরে পৌঁছে দিতে গোবিন্দ ধর এক অতিজীবিত দ্রোহপুরুষ।তিনি সংগঠক,সম্পাদক, প্রকাশক,সংগ্রাহক, কবি ও কথাশ্রমিকও।ত্রিপুরায় জল জলা নদ-নদী নিয়ে লেখালেখিও কবি সাহিত্যিেকের নিকট সহজতর করেন।এ রাজ্যে দিলীপ দাসের পর যারা নদী জল জলা নিয়ে লিখেছেন তাদের মাঝে অশোক দেব,পদ্মশ্রী মজুমদারের সাথে একই পংক্তির কবি গোবিন্দ ধর। তাঁর :দেওনদীসমগ্র,আনোয়ারা নামের মেয়েটি,মনুখণ্ড সমগ্র আমাদের নিকট প্রেম প্রতিবাদ ও দ্রোহবীজ।
0 Comments