আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন আন্দোলন :অলক দাশগুপ্ত
যদিও আমার যে মূল ক্ষেত্র সেই কমিকস ছাপানোর ব্যয়ভার বহন করা কোন লিটিল ম্যাগাজিনের পক্ষে কার্যত অসম্ভব কিন্তু লিটিল ম্যাগাজিনের প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রম দুই-ই আমার বিলক্ষণ আছে।তাই কবিতা,প্রচ্ছদ এবং অলংকরণের হাত ধরে মাঝে মাঝেই আমি রবাহুতের মতো এর আঙিনায় নতজানু হই। লিটিল ম্যাগাজিনকে কেন্দ্র করে এমন মহাযজ্ঞ সম্ভবত ত্রিপুরায় ইতিপূর্বে হয়নি।এই উৎসবের সাফল্য আন্তরিকভাবে কামনা করি।
0 Comments