গোবিন্দ ধরের কবিতা

ভিউফাইনডার

গোবিন্দ ধর 

জুমের আগুন থেকে লাফিয়ে ওঠে সবুজ প্রকৃতি।

আমি এ রূপ উপভোগ করতে করতে আসি যাই।
আবার পরদিন আসি।
ভিউফাইনডারে দেখি লংতরাই রিজার্ভ ফরেস্ট।

এই পথ ফাঁড়ি দিতে প্রকৃতি আমার জন্য অপেক্ষা করে। 
আমি এলে জেগে ওঠে বৃক্ষতৃণলতা
জুমের আগুন থেকে লাফিয়ে ওঠে গন্ধধান সবুজ।

প্রকৃতির সরলতায় নতজানু হই, মেলে দিই 
উত্তুঙ্গ পাহাড়ের টগবগে ঢেউয়ের নিকট,তখন আমিই লংতরাই রিজার্ভ ফরেস্ট । 

১৩:০৭:২০২৩
সকাল:০৮:২০মি
ডেমছড়া।

0 Comments