লংতরাই রিজার্ভ ফরেস্ট 

গোবিন্দ ধর 

১.
এমন করে মেঘ মেঘ আকাশ নিয়ে 
দীর্ঘ সময় ধরে থাকতে পারো মেঘলা আকাশ?
আমিই মেঘাচ্ছন্ন আকাশ থেকে 
মেঘ সরিয়ে বৃষ্টি পাঠাও বৃষ্টি ঝরাও ভিজবো বলছি
আর তুমি আমার ডাক শুনলেও না!

#
এই পথ অপেক্ষায় আছে, নিশ্চিত আসবে
লংতরাই রিজার্ভ ফরেস্টে একদিন হারিয়ে যাবো।
চারদিকে ঘনবন আর টিলালুঙ্গা
মাঝে জুমের আগুন থেকে লাফিয়ে ওঠা পথ।
কোথাও একটু মিলে গেলে কার কি ক্ষতি?

এত মেঘ জমিয়ে রেখো কেন? মেঘপরীর সাথে 
দীর্ঘ পথ ফাঁড়ি দিতে দিতে
ঢুকে যাই গভীর বনের আলিঙ্গনে।

তখন ঠিক বিলিকেটে  বৃষ্টি পাঠাও, বৃষ্টিতে ভিজবো।

১৪:০৭:২০২৩
সকাল:০৮টা
ডেমছড়া।


২.
ভিউফাইনডার

জুমের আগুন থেকে লাফিয়ে ওঠে সবুজ প্রকৃতি।

আমি এ রূপ উপভোগ করতে করতে আসি যাই।
আবার পরদিন আসি।
ভিউফাইনডারে দেখি লংতরাই রিজার্ভ ফরেস্ট।

এই পথ ফাঁড়ি দিতে প্রকৃতি আমার জন্য অপেক্ষা করে। 
আমি এলে জেগে ওঠে বৃক্ষতৃণলতা
জুমের আগুন থেকে লাফিয়ে ওঠে গন্ধধান সবুজ।

প্রকৃতির সরলতায় নতজানু হই, মেলে দিই 
উত্তুঙ্গ পাহাড়ের টগবগে ঢেউয়ের নিকট,তখন আমিই লংতরাই রিজার্ভ ফরেস্ট । 

১৩:০৭:২০২৩
সকাল:০৮:২০মি
ডেমছড়া।

৩.

নির্বিকল্প পথেই হাঁটছি 

পথ কেবলই আঁকাবাঁকা জানি।
যেখানে পথের ভাষা আর পড়া যায় না 
সেখানেই কি পথ হারিয়ে যায়?

প্রতিদিন পথেই এগোতে চাই বিপথগামী হইনি
নিশ্চিত বাবার দেখানো নির্দেশেই
বামপথে হাঁটছি। 
তথাপি হোঁচট আর খাবি খেতে খেতে 
খুবলে নিচ্ছে উর্বর সময়।

পথ তবে কোন পথে পা মিলাবো,নির্বিকল্প
বামপথেই তো হাঁটছি? 

১৬:০৭:২০২৩
সকাল:১০টা৪৫মি
জি বি হাসপাতাল, আগরতলা।

0 Comments