বাবার দেশবাড়ি:কথাপৃষ্টা || গোবিন্দ ধর
বাবা তখন দশম শ্রেণি। বাবা তখন ষোলো। এই বয়সে কেউ দেশ ছাড়লে একটি দেশ থেকে অন্য দেশে আসতে হলে সেই মানুষটার মনের ভেতর কীরকম অনুভূতি হবে তা তিনি ছাড়া আর কে কতটুকু জানবো আমরা।তাও আমার ষোলো সতেরো বয়সে যখন সেই মানুষটার প্রয়াণ হয় তখন আমিও বা কতটুকু বাবা নামক প্রতিষ্ঠানকে জানলাম।
আমার দেখা বাবাকে আমি আত্মক্ষর পর্বে বারবার আঁকতে চেয়েছি।তাও যেন বাবাকে তেমন বলে শেষ করতে পারিনি।বাবার আরো কত কি অনালোকিত রয়ে যায়।
দেশবাড়ির বাবা কেমন ছিলেন।কেমন ছিলো তাঁর পরিকল্পনা পরিক্রমা শিক্ষা কয়েকটি পর্বে হয়তো আঁকার চেষ্টা এই পর্বগুলোতে করবো।তাও বাবাকে আমি লেখা সহজ নয়।আমি বাবাকে সতেরো বছর পেয়েছি। তাও তখন আর কতটুকু সংসারের যাতাকলে যাতায়াত আমার।আমিও তখন সবে মাধ্যমিক পরীক্ষা শেষ করে গ্রীষ্মের ছুটির দিনগুলো কাটাচ্ছি। বাবা গ্রীষ্ম কালীন ছুটিতে রাতাছড়া বাড়ি।শেষ হয় হয় ছুটি সন্যাস কেড়ে নিলো বাবাকে।না হয় হয়তো আমার কবি হওয়ার চেয়ে অন্য কিছু হওয়ার সম্ভাবনা ছিলো অতিরিক্ত। 

২৪:০৭:২০২০
সকাল:০৫:৩০মি
কুমারঘাট।

0 Comments