বিশ্বেশ্বর মিশ্র সম্মাননা পেলেন কবি গোবিন্দ ধর 
:২০২২
আন্তর্জাতিক কবিতা উৎসব  2022 ,অনুষ্ঠিত হল 3,4 সেপ্টেম্বর মালদহে,আয়োজক প্রিয়জনেষু  ,মালদহ। সেখানে তিনটি অমূল্য সম্মাননায় সম্মানিত হলেন মালদহের  একজন এবং ত্রিপুরার দুই জন  কবি।কবি,সম্পাদক শাশ্বতীদাস(সুবোধ প্রকাশনা), আন্তর্জাতিক কবিতা উৎসবের আয়োজক প্রিয়জনেষুর থেকে পেলেন প্রভাবতী ঝা স্মৃতি  সম্মাননা ,আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির  তরফ থেকে দীনেশ চন্দ্র সেনের প্রপৌত্রি দেবকন্যা সেন কতৃক পেলেন "রবীন্দ্র দীনেশ পত্র সম্মাননা," এবং রৌপ্য  পদক।মালদহের কবি ,সাহিত্যিক  পার্থসারথি ঝা পেলেন  রবীন্দ্র দীনেশ পত্র সম্মাননা,রৌপ্য  পদক এবং ত্রিপুরার  বিশিষ্ট  কবি,প্রকাশক গোবিন্দ ধরও পেলেন রবীন্দ্র দীনেশ পত্র সম্মাননা ও রৌপ্য পদক এবং বিশ্বেশ্বরমিশ্র স্মৃতি সম্মাননা।দেশবিদেশের বহু কবি ,সাহিত্যিক ,লেখক, সাংবাদিক সম্মেলনে আয়োজিত এই মহতী  অনুষ্ঠানের সামগ্রিক ভাবে সাফল্য পেয়েছে।

0 Comments