সরকারের বর্ষশ্রেষ্ঠ প্রকাশনার পুরস্কার পেয়েছে স্রোত, তথ্য সংস্কৃতি দফতরের আয়োজিত অনুষ্ঠান:২০১৯
চারদিকে অশুভ খবরের মাঝখানে কিছু কিছু খবর আমাদের আনন্দিত করে, প্রাণিত করে, উজ্জীবিত করে... তেমনি একটি খবর পেলুম আজ... ত্রিপুরা সরকারের বর্ষশ্রেষ্ঠ প্রকাশনার পুরস্কার পেয়েছে স্রোত, তথ্য সংস্কৃতি দফতরের আয়োজিত অনুষ্ঠানে 'রাধামোহন স্মৃতি পুরস্কার' গ্রহণ করেছেন স্রোতের মাঝি গোবিন্দ ধর... আমিও এই গৌরবে গর্বিত... কেননা এই স্রোত থেকেই প্রকাশিত হয়েছে আমার ৩টি বই 'শ্রেষ্ঠ কবিতা', 'লেন্দু রায়ের জিজীবিষা' এবং 'হ্যালুসিনেশন সিরিজ'... শুধু তাই নয় গোবিন্দ ধরের সম্পাদনায় প্রকাশিত হয়েছে 'বিকাশজীবন' যা এক পরম প্রাপ্তি... তাই এই গৌরব ও আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে চাইছি ...
0 Comments