ইসলামপুরে সম্মানিত ত্রিপুরার পাঁচজন কবিসাহিত্যিক ||গোবিন্দ ধর
ইসলামপুরে সম্মানিত ত্রিপুরার পাঁচজন কবিসাহিত্যিক
গোবিন্দ ধর
দিনাজপুর:২৭:০৫:২০১৮:ইসলামপুর সূর্যসেন মঞ্চে রোববার সাহিত্য আড্ডার উদ্যোগে 26-27 মে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ সাহিত্য উৎসব ৷ এই উৎসবকে কেন্দ্র করে ইসলামপুরে বেশ সাড়া জাগিয়েছিল ৷ উৎসবে আসাম ত্রিপুরা বিহার প্রভৃতি প্রতিবেশী রাজ্যসহ নেপাল ও ভুটান থেকে কবি সাহিত্যিকরা যোগদান করেন ৷ উৎসবে সাহিত্য ও সংস্কৃতিক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে গুণীজন সংবর্ধনা, আলোচনাচক্র মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ৷ সত্তর জনের অধিক প্রবীন ও নবীন কবি তাঁদের কবিতা পাঠ করেন ৷ সমগ্র অনুষ্ঠানে বাংলাভাষা সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনের বার্তাটি ছড়িয়ে দেওয়া হয়।
ত্রিপুরার কবি গোবিন্দ ধর সম্মানিত হলেন।তাছাড়াও কবি গবেষক অশোকানন্দ রায়বর্ধন, কবি অভীককুমার দে,কবি ও প্রাবন্ধিক সঞ্জীব দে ও কবি গোপালচন্দ্র দাস মহোদয় সম্মাননা গ্রহণ করেন। প্রসঙ্গক্রমে বলি উত্তরবঙ্গ সাহিত্য উৎসব:২০১৮ আয়োজন করেন রোববারের সাহিত্য আড্ডা।আয়োজক কমিটির সম্পাদক সুশান্ত নন্দী এ খবর জানিয়েছেন।সমগ্র অনুষ্ঠানের সঞ্চলনাও করেন তিনি।
সূত্র :কবি ও গবেষক আশোকানন্দ রায়বর্ধন মহোদয়।
0 Comments