সম্মাননা ও কিছুটা নিশ্চিত প্রচার
সম্মাননা ও কিছুটা নিশ্চিত প্রচার
কবিমঞ্চ সম্পাদক মহোদয়কে বলেছিলাম,আমাকে কেন এই সম্মান?আমি তো যেতেও পারবো না।তা ছাড়া আমি কতটুকু আর কবি।আমাকে নির্বাচন না করে আরো অন্য কেউ হতে পারতেন।পুলক আমার কথা শুনলো না।ওর জেদ আর ভালোবাসার কাছে আমি পরাজিত হলাম।শুনলাম আমার হয়ে কবি শিমুল পারভীন,কবিমঞ্চ একুশে পদক গ্রহণ করলেন।প্রসঙ্গত বলি শিমুল আর আমার একটি যৌথ কবিতা সংকলন বের হয়েছে।স্রোত প্রকাশনা থেকে।তামাদি হয়নি যে ভালোবাসা,ধ্রুব এষ কৃত প্রচ্ছদ। বইটি আগরতলার পাঠক গ্রহণ করেছেন।বিক্রির দিক দিয়ে স্রোত স্টলের এবার সেরা বই।
প্রসঙ্গক্রমে বলি বাংলাদেশে শিমুল যখন আমার হয়ে পদকটি নিচ্ছেন, ঠিক তখন আমার আগরতলায় আরো একটি সম্মানের পালক অপেক্ষা করছে ভাবিনি।
আগরতলা বইমেলা:২০১৭ স্রোত প্রকাশনা -কে দ্বিতীয় শ্রেষ্ঠ মন্ডপ সজ্জা সম্মান:২০১৭ প্রদান আলাদা গৌরবের।
0 Comments