অক্ষর তীরন্দাজ এক সব্যসাচী-- সুবল দত্ত :'মেধার ক্যানভাস' এক বিদগ্ধের শিল্প সাহিত্যের কর্ম জীবনী || গোবিন্দ ধর
অক্ষর তীরন্দাজ এক সব্যসাচী-- সুবল দত্ত :'মেধার ক্যানভাস' এক বিদগ্ধের শিল্প সাহিত্যের কর্ম জীবনী
গোবিন্দ ধর
সুবল দত্ত:অন্যধারার নিরলস সাহিত্যনিষ্ঠজন।সম্ভবত ২৮ জানুয়ারি ২৯১৯ কলকাতা বইমেলায় স্রোত প্রকাশনার বুক স্টলে আমার সাথে পরিচয় ঘটে।তাঁর আমার একটিই ফ্রেমবন্দী ছবি।কিন্তু হাজারও কথার পরিপ্রেক্ষিতে সাহিত্যের নানা ঘাতপ্রতিঘাত বিষয়ক কথা হতো প্রায় নিয়মিত।প্রয়াণের আগেও ২৭ জুলাই ভাঙা ভাঙা কথা হয়।আমার জামতাড়া আগমন বিষয়ক।
ভয়:সুবল দত্ত
আমার ভিতরে এখন ভয়ানক ভয়ের ট্রাফিক
কখন যে কোন আত্মীয় মুহূর্তেই অনাত্মীয় হয়ে যাবে
তার ভয় আমি এখন গোপনে ভোরের ঘাসে রাখি
বয়েস পেরোল তাই ইদানিং ছলাকলা সহ্য হয় না
নিশিডাকে বিশ্বাস নেই শরীরে আপত্তি আমি মানি
গায়ে ঝরত ঘাম যৌবন ঈশ্বর অবিশ্বাসে কেটে গেছে
কত প্রেম স্খলন করেছি ছায়া নিয়ে কেটেছে মোহ সুখ
সব এখন ভয় হয়ে এসেছে আমার দেহ বিকেল বাগানে
তবু প্রেম গোপনে গভীরে রাখি প্রতিক্ষায় কে রয়েছো এসো
মধু আহরনের মত সঞ্চিত ভালোবাসা এসে নিয়ে যাও
জন্মবৃত্তান্ত
জন্ম: মানবাজার, জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ
ঠিকানা : সি/৯ লক্ষী নারায়ণ এপার্টমেন্ট গোস্বামী পথ ভাটিয়া বস্তি কদমা জামশেদপুর ৮৩১০০৫
মেইল আই ডি duttasubal@gmail.com ফোন নং 70047125549(WHATS APP), 8987415120
সত্তর দশকের কবি।
সম্পাদনা- সত্তর দশকে চাইবাসা থেকে ‘উইঢিবি’, ধানবাদ থেকে ‘বিটুমিনাস’ ‘অশ্বমেধ’, বোকারো থেকে ‘ঘুণপোকা’
কবিতার বই- মুখোশের চোখের ছেঁদায়, দাহ্য পৃথিবী, এক এক মুগ্ধতার ছটা
গল্প সংকলন- প্ল্যাগিয়ারিস্ট, প্রদাহবোধ-১১ ( গল্প সংকলন দুটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে পাঠভুক্ত)
উপন্যাস – প্রতিস্রোত এবং ট্রান্সফরমেশন
প্রবন্ধ- নিঃসঙ্গতা তার
অনুবাদ-কাব্যগীতা
সম্ভবত বহুমুখী প্রতিভার স্ফূরণ কবি ও কথাসাহিত্যিক সুবল দত্তের এই হবে শেষ কবিতা।তাঁর জন্ম ১২ জুলাই ১৯৫৫ সাল।প্রয়াণ ৩০ জুলাই ২০২৩ সাল।তাঁর গল্পগ্রন্থ দাহপ্রদাহ স্রোত প্রকাশনা থেকে প্রকাশিত। ২০২২ সালে তাঁকে দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মান :২০২২ কলকাতা টালিগঞ্জ তুলে দেওয়ার কথা ছিলো তাঁর হাতে। কিন্তু অসুস্থ জনিত কারণে তিনি উপস্থিত হতে পারেননি।তাঁর সম্মাননাটি আমরা কবি ও কালিমাটি সম্পাদক কাজল সেন মহোদয়ের হাতে দিলে দিয়েছিলাম।
আজ তাঁর অবতর্মানেও এই শ্লাঘা অনুভব হচ্ছে।
'ভালো নেই'
বললেই আকাশে একটা গভীর গর্ত হয়ে যায়
মাটির উপরে সবুজ পুড়ে যায়
অগুন্তি পূর্ণচ্ছেদ ঢেকে দেয় আমার অতীত বিচরণ
শিশু ও স্তনের স্পর্শ বহু বছর আগের
স্মৃতি থেকে বিলকুল লুপ্ত হয়ে যায়
'ভালো থেকো'
শুনলেই নতুন করে অজস্র প্রকৃতি
আমার খুব খুব কাছে ডানা মেলে ওড়ে
আমাকে জড়িয়ে ধরে চুমু খায়
আমাকে নিয়ে নৌকো বেয়ে
নিয়ে যায় অনন্ত সুখের সাগরে।
এই কবিতাটি তিনি ১৫ জুলাই লেখেন।১২ জুলাই শেষ ছবিটি পোস্ট করেছেন। নীচে পোষ্ট করলাম।
গত ২৮ জুলাই তাঁকে নিয়ে প্রকাশিত হয় শিল্পে অনন্যা প্রকাশনের সুবল দত্ত :সাহিত্যে বিভা।এতে আমার একটি সাক্ষাৎকার আছে। আমি তাঁর দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম।পরবর্তী সময় এটা বই আকারে প্রকাশিত হবে নিশ্চিত।
দাহপ্রদাহ:সুবল দত্ত :স্রোত প্রকাশনা :প্রচ্ছদ :সুবল দত্ত
প্রকাশকাল :২০২৩:মূল্য :৩০০্
একঘেঁয়ে পরম্পরাগত ধারা থেকে বেরিয়ে বিশ্ব সাহিত্যের এক বিস্তীর্ণ ক্যানভাসের দিকে যাবার প্রবণতা বর্তমানে যে কজন মৌলিক ও সৃষ্টিশীল সাহিত্যিকদের আছে, তাদের মধ্যে সুবল দত্ত অন্যতম। সাহিত্যের পরিধি বিস্তীর্ণ। ছোট গল্প ঝুরো গল্প উপন্যাস কাব্য ভৌতবিজ্ঞান সমাজ বিজ্ঞান ও অধ্যাত্মিকতা আলোচনা সব নিয়ে সাহিত্য। বলা যায় সুবল দত্ত এ সব বিধায় সমান ভাবে তাঁর অভাবনীয় মৌলিকত্ব বজায় রেখে চলেন। তাঁর গল্প সংকলনগুলি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে এম এ কোর্স এ পাঠ্য হয়েছে এবং তাঁর উত্তর আধুনিক গল্পের ধারার উপর গবেষণার কাজ কোনো কোনো ছাত্র করছেন।
তাঁর গল্প সংকলন প্রথাগত সাহিত্যের সঙ্কীর্ণ গণ্ডী থেকে বেরিয়ে নিজস্ব ধারা,মৌলিক ও ভিন্নতর দর্শনের সমাবেশ এবং অস্তিত্ব চেতনা। পশ্চিমবঙ্গের ও ঝাড়খন্ডের প্রত্যন্তবাসীদের বিস্ময়কর জীবনযাপন নিয়ে কয়েকটি গল্পের প্লট, কয়েকটি বিজ্ঞান ভিত্তিক রোমাঞ্চকর গল্প ও প্রবন্ধ অত্যন্ত আকর্ষক। তাঁর তিনটি গল্প সংকলন দুটি উপন্যাস তিনটি কবিতা সংকলন ও দুটি প্রবন্ধ সংকলন ইতিমধ্যে সাড়া ফেলেছে। শুধু তাই নয় তাঁর চিত্রকলা সম্পূর্ণ ভিন্ন ধরনের।
প্রয়াণ
সুবল দত্ত চলে গেলেন।জামশেদপুরে ৩০ জুলাই ২০২৩।বেশ কিছু দিন নানা,শারীরিক যন্ত্রণায় বিদ্ধ তিনি।শেষমেশ ক্যান্সারের দুরারোগ্য অসুখ তাঁকে চিরতরে কেড়ে নিলো। তাঁর আরও অনেক লেখার কথা ছিল, ভাবনা ছিল, পরিকল্পনা ছিল।স্রোত প্রকাশনা তাঁর একটি কবিতা সংগ্রহ প্রকাশের কথা ছিল। জানি না আদৌ তা আর কতটুকু সম্ভব। সেসবই অসম্পূর্ণ থেকে গেল। ক্ষতি হলো বাংলা সাহিত্যের। এমন একজন সৎ, ভদ্র, সজ্জন ও সাহসী ব্যক্তিত্বকে হারিয়ে আমরা আরও নি:স্ব হলাম।
০৩:০৭:২০২৩
রাত:১২টা
নিমহান্স হাসপাতাল
ব্যাঙ্গালুর।
0 Comments