স্রোত 
ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩

 ১৯ অক্টোবর ২০২৩ জয়নগরস্থিত প্রাবন্ধিক নিয়তি রায়বর্মন মহোদয়ার বাসভবনে ত্রিপুরা বাংলাদেশ বইমেলা আয়োজন উপলক্ষে নিয়তি রায়বর্মন মহোদয়ার সভাপতিত্বে প্রস্তুতি কমিটি গঠন করার জন্য সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ড.মুজাহিদ রহমান,ড.দেবব্রত দেবরায়,শ্যামলকান্তি দে, ড.অপর্ণা গাঙ্গুলী, সুমনা দাশ পাটারী, দীপককুমার কর, গোবিন্দ ধর, বিজন বোস, সুমিতা পাল ধর, গৌরব ধর, শাশ্বতী দাস, চন্দ্রিমা বণিক, শ্রীদাম দেবনাথ, কল্যাণী ভট্টাচার্য, ঝর্ণা বণিকসহ আরো অনেকেই। সকলের উপস্থিতিতে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
পাশাপাশি বইমেলাকে সাফল্যে নিয়ে যেতে সকলের আর্থিক সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করে সভাপতি সভার কাজ সম্পূর্ণ করে সভা শেষ করেন।


সিদ্ধান্ত :
ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩||প্রস্তুতি কমিটি

উপদেষ্টা মণ্ডলী:সেলিনা হোসেন, অশোকানন্দ রায়বর্ধন,রামেশ্বর ভট্টাচার্য, শ্যামল বৈদ্য,বিমল চক্রবর্তী, বিকাশ সরকার 

সভাপতি মণ্ডলী:নিয়তি রায়বর্মন,ক্রাইরী মগচৌধুরী, ড.দেবব্রত দেবরায়,ড.মুজাহিদ রহমান, বিজন বোস, জহর দেবনাথ, শ্যামলকান্তি দে,রীতা ঘোষ,মন্টু দাস,মীনাক্ষী ভট্টাচার্য, মাধুরী লোধ,অপাংশু দেবনাথ, সাচীরাম মানিক

আহ্বায়ক :ড.অপর্ণা গাঙ্গুলী 
যুগ্ম আহ্বায়ক :শ্যামলকান্তি দে

অর্থ কমিটি:বিজন বোস :আহ্বায়ক, নিয়তি রায়বর্মন,ক্রাইরী মগচৌধুরী, জহর দেবনাথ, শ্যামলকান্তি দে,শাশ্বতী দাস, ড.অপর্ণা গাঙ্গুলী, দীপককুমার কর 

অভ্যার্থনা ও খাদ্য কমিটি:শ্যামলকান্তি দে:আহ্বায়ক, ড.অপর্ণা গাঙ্গুলী,শাশ্বতী দাস, চন্দ্রিমা বণিক, সুমনা দাশ পাটারী 
ডক্টর শ্যামোৎপল বিশ্বাস, শিপ্রা রায়, দীপককুমার কর ও রীতা ঘোষ,কল্যাণী ভট্টাচার্য, ঝর্ণা বণিক,দিলীপ দেবনাথ

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটি:চন্দ্রিমা বণিক :আহ্বায়ক, শ্যামলকান্তি দে,ড.অপর্ণা গাঙ্গুলী, শাশ্বতী দাস, রীতা পাল, সুমনা দাশ পাটারী, শিপ্রা রায়, মধুমঙ্গল সিনহা,কল্যাণী ভট্টাচার্য, গোপেশ চক্রবর্তী, সোমা রায়,সংহিতা ভট্টাচার্য, কৃপামোহন চাকমা,মিতা রায়,হারাধন বৈরাগী, সোমা গাঙ্গুলী, অনিতা ভট্টাচার্য, অপর্ণা সিনহা,পুজা   মজুমদার, ঝর্ণা সাহা,মৌসুমী কর,পাঞ্চালী দেববর্মা,পান্না দেবনাথ,গীতশ্রী ভৌমিক, পাঞ্চালী রায়,সুমিতা বর্ধন,রেহেনা বেগম,পরিমল অধিকারী,পূরবী সিনহা,পহেলি মুখার্জী,আলপনা দেবনাথ 



সভাপতির স্বাক্ষর 
নিয়তি রায়বর্মন
প্রস্তুতি কমিটি 
ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩


আর্থিক সহযোগিতার আবেদন :
মহাশয়/মহাশয়া
স্রোত সাহিত্য পরিবারের আপনি একজন সহযোগী সদস্য /সদস্যা ও ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩ এর প্রস্তুতি কমিটির উল্লেখযোগ্য সদস্য /সদস্যা।
আগামী ৬অক্টোবর :২৩ সন্ধ্যা ৫টায় ও ৭  অক্টোবর সকাল ১০টা থেকে  আগরতলা প্রেসক্লাবের তিনতলায় আপনার উপস্থিতি আমরা আন্তরিকভাবে চাই। 
পাশাপাশি এই বৃহৎ অনুষ্ঠানে আপনি স্রোত পরিবারের একজন  সহযোগী হিসেবে সামান্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবার বিনীত অনুরোধ রইলো। 
ধন্যবাদান্তে
গোবিন্দ ধর 
সম্পাদক
স্রোত

আমাদের ফোন পে নম্বর :8787437559

অথবা
ACCOUNT holders :SUNITA PAUL DHAR 
Account no:11855842057
IFSC :SBIN0003795 
BRANCH :KUMARGHAT


বি:দ্র:
গোগল পে অথবা একাউন্টে দিতে অসুবিধা হলে সরাসরি ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড.অপর্ণা গাঙ্গুলী মহোদয়ার হাতেও জমা করতে পারেন।

0 Comments