মিঃরুড হলান্ড কথাশিল্পী শ্যামল বৈদ্য ও গবেষক জ্যোতির্ময় দাসসহ কুমারঘাট হালাইমুড়ায় ||গোবিন্দ ধর
মিঃরুড হলান্ড কথাশিল্পী শ্যামল বৈদ্য ও গবেষক জ্যোতির্ময় দাসসহ কুমারঘাট হালাইমুড়ায়
গোবিন্দ ধর
কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য,বৌদি,গবেষক প্রাবন্ধিক জ্যোতিমর্য দাস,অন্তরা,কবি ও গল্পকার গোপালচন্দ্র দাস, কথাকার পদ্মশ্রী মজুমদার, প্রকাশক সুমিতা পাল ধর,শিল্পী গৌরব ধর,নৃত্য শিল্পী গৈরিকা ধর,হলান্ডের ভ্রমনশিল্পী মিঃরুড সহ আজ সকালের সময় কাটালাম।শ্যামলদার এই সরল ইতি বাচক দিক মিশে যাওয়াতে সহজে চিরকাল আমি মুগ্ধ হই।আজও হলাম।জ্যোতির্ময়ের অন্তরাময় অন্তরা জুটির এই আগমনে পরিবারের সবাই এত মুগ্ধ আমরা ভাষাশিল্পর কোন শব্দ খুঁজে পাচ্ছি না এখনই।একটি সকাল এত ভালো হতে পারে সত্যি শ্যামলদা বাসায় না এলে হতো না।
শ্যামলদারা গিয়েছিলেন কাঞ্চনপুরের গছিরাম পাড়ায়।ফেরার সময় সবাই আমাদের বাসায় আসেন।এটা আমাদের র্দীর্ঘ বিমর্ষতার পর একটু আনন্দদায়ক ছিলো।এরকম মূহুর্ত উপহার দেওয়ার জন্য আমরা আপ্লুত।মিঃরুড,শ্যামলদা ও জ্যোতির্ময়ের হাতে তুলে দিলাম আমার আনোয়ারা নামের মেয়েটি আর দেওনদী সমগ্র দুটি বই।মিঃরুড বই দুটি পেয়ে ধন্যবাদ জানালেন।আমিও আকারে আমার খুশি জামালাম। আমি তো আর ইংরেজীতে সরব নয় তাই আমার ইংগিত প্রকাশ।
সবাই গৌরবের কাজগুলো দেখে উচ্চ প্রশাংসা করলেন।গৈরিকা নাচলো।হে পার্থ সারথি বাজাও বাজাও।নজরুলের সাথে গৈরিকার একাত্ম হয়ে যাওয়াকেও মিঃরুড রেকডিং করে নিলেন।সব মিলে সকালটি আজ সকাল হয়ে এলো।আমরা এক বিষন্ন সময় থেকে পরিত্রান পেলাম কিছুটা।এটা আমাদের পরম প্রাপ্তি। গোপালদাও সময় মতো চলে আসায় একটু সময় হলেও আমাদের কাছে বড় প্রাপ্তি।গৌরবকে প্রচ্ছদ করার জন্য শ্যামলদা কি জানি বলে দিলেন।গৌরবও বুঝে নিলো।হয়তো গৌরব আঁকবে।সময়ই আকার দেবে তা।হয়তো হবে।হয়তো হবে না।কিন্তু যা হলো তা আমাদের খুশি করলো তা তো ঠিক।
১২:০৮:২০১৯
0 Comments