যৌথ খামার এবং তাঁর ডায়নামিক সরলতার নিকট উৎসর্গিত দেওনদীর জল || পদ্মশ্রী মজুমদার
যৌথ খামার এবং তাঁর ডায়নামিক সরলতার নিকট উৎসর্গিত দেওনদীর জল
পদ্মশ্রী মজুমদার
""যে যায় তাকে যেতে দাও।
আমি আর কোত্থাও যাবো না।
চাতলার বর্ডার যখন ক্রস করে
ছেঁড়া মানচিত্র বগলে নিয়ে
ঠাকুরদা এই কাঁঠালত্রিপুরায় এলেন।
আমি আর কোত্থাও যাবো না।
এই আমি ভূমিকায় অবতীর্ণ।
ত্রিপুরা আমার মা কোমল জ্যোৎস্না
ত্রিপুরা আমার বাবা শাখান পাহাড়
ত্রিপুরা আমার ভাই বড়মুড়া
ত্রিপুরা আমার বোন নীল জাম্পুই
ত্রিপুরা আমার নীলপরি শোভা চা
ত্রিপুরা আমার আত্মজ-আত্মজার হাসি
ত্রিপুরা আমার দেওমনুশঙ্খশহর।
এই কাঁঠালছায়ার ঘ্রাণ ছেড়ে
আমি আর কোত্থাও যাবো না। ""
কবি গোবিন্দ ধর-এর এই সরল পঙক্তির মতো সহজসুন্দরের নিকট আমি ডুবুরির মতো মজেছি।
খামারে ডায়নামিক
--------------------------
গোবিন্দ ধরের সাথে একছাদের নীচে আমার বসবাস প্রায় এগারো বছর।পরিচয় আরও আগে। মানুষটির মধ্যের প্রেমিক-স্বামী-পিতা-ভাই এবং এছাড়াও লেখক-প্রকাশক-সম্পাদক-শিক্ষক-----এই সমস্ত বিভিন্ন সত্তা আমি শুধু দেখেছি এমন নয় লক্ষ্য করেছি এইসব সত্তায় মানুষটির মননের রূপ। প্রতিটি সত্বাতেই তিনি অনন্য।তাই আমার চোখে তিনি ডায়নামিক।
আক্ষেপের মেঘগুলো
------------------------------
আক্ষেপের বিষয় আমার একটাই---তিনি এতটাই ব্যস্ত থাকেন তাঁর সমস্ত কর্মকান্ড নিয়ে যে আমি তাঁর সাথে ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ খুব কম পাই।তাই কখনও অভিমান জমে পাথর হয়।সেই পাথর ভাঙার হাতছানিও তাঁর দিক থেকেই আসে।আবার সব অভিমান স্রোতে ভেসে যায়।দেওনদী ও মনুনদীর সঙ্গমস্থলে আমাদের বাসস্থান।
স্রোত তিরতির ভালোবাসা এবং দেওনদীর জল
-------------------------------------------------------------------
এই সঙ্গমস্থলের স্রোতেই আমাদের ভেসে চলা জীবন।তিলতিল করে গড়ে তোলা স্রোত সাহিত্য -সংস্কৃতি সংস্থার টানেই আমরা এক হয়েছিলাম-আছি-থাকব।
এই যৌথ খামার এবং তাঁর সরলতার নিকট পৌঁছে দিই বারবার দেওনদীর জল।শঙ্খলাগে মনু-দেও, মিশে যায় সাহিত্যের নানা রূপ ও রূপকথায়।
২২:০৭:২০২০
0 Comments