উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্রী অনিলকুমার নাথ এর শুভেচ্ছা
উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্রী অনিলকুমার নাথ এর শুভেচ্ছা
পরাণপ্রিয়
শ্রী গোবিন্দ ধর
কার্যকরী কমিটির সদস্য
প্রকাশনা মঞ্চ
ত্রিপুরা
আমাকে অন্যতম উপদেশক হিশেবে প্রকাশনা মঞ্চ একটু জায়গা দিয়েছ, এটা নিঃসন্দেহে আমাকে গৌরবান্বিত করেছে। এ অযাচিত বদান্যতার জন্যে কৃতজ্ঞ থাকব তোমাদের কাছে।
বস্তুত প্রকাশনা একটা শিল্প। শিল্পের মৌল উপাত হলো গ্রন্থ।গ্রন্থের পৃষ্ঠায় বিধৃত থাকে সকল সময়ের সাহিত্য সাধকদের ভাব চিন্তন প্রজ্ঞা ও কল্পনার বৈভব। তাই এ ডিজিটাল যুগেও গ্রন্থের বিকল্প নেই। এ. পি. জে. আব্দুল কালাম মনে করেন, একটি সৎগ্রন্থ একশত বন্ধুর সমান। গ্রন্থ সভ্যতার বাহক। সভ্যতা যতদিন বেঁচে থাকবে, ততদিন বেঁচে থাকবে গ্রন্থও। বেঁচে থাকবে প্রকাশনা শিল্পও।
আকস্মিক একটি পারিবারিক কারণে প্রকাশনা মঞ্চের সপ্তম বার্ষিক সাধারণ সভা এবং প্রকাশনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠানটিতে যোগ দিতে পারলাম না-এই বেদনা ক্ষমা করো।
তোমাদের
আপলকুমার নাথ
৮ মার্চ ২০২৪
0 Comments