রেজিস্ট্রেশন নং -৮৭২১অফ্ ২০২১ , pan no- AAKAP8917E
মাননীয়
অধিকর্তা
তথ্য ও সংস্কৃতি দপ্তর
আগরতলা , (প:) ত্রিপুরা।
বিষয়:- বিগত দুটি বইমেলায় এবং চলতি ৪২তম আগরতলা বইমেলায় প্রকাশনা মঞ্চকে ত্রিপুরার অন্য তিনটি প্রকাশনা সংস্থার সমমর্যদা প্রদানের আবেদন এবং একটি
স্টল বরাদ্দের আবেদন নাকচ করার বিষয়ে প্রকাশনা মঞ্চকে বিশদে জানানোর প্রার্থনা ।
মহাশয়,
বিনীত নিবেদন এই যে, আমাদের সংস্থা প্রকাশনা মঞ্চ গ্রন্থ প্রকাশ ও বই বিপণনের সঙ্গে সরাসরি যুক্ত। আমাদের সংস্থা ত্রিপুরা সরকারের সোসাইটি রেজিস্ট্রেশন প্রাপ্ত (রেজিস্ট্রেশন নং -৮৭২১অফ্ ২০২১ , pan no- AAKAP8917E ) বিগত তিন বছর ধরে আমরা আগরতলা বইমেলায় আমাদের সংস্থাকে যুক্ত করার এবং ত্রিপুরার অন্য তিনটি প্রকাশনা সংস্থার সমমর্যদা প্রদানের জন্য আবেদন করে আসছি। কিন্তু কোন ভাবেই আমাদের আবেদনে আপনি তথা বইমেলা কর্তৃপক্ষ সাড়া দিচ্ছেন না। এমনকি চলতি বইমেলায় অর্থাৎ ৪২তম বইমেলায় আমরা একটি স্টলের আবেদন করেছিলাম, তাও আমাদের সংস্থাকে কোন স্টল প্রদান করলেন না। বছরে একবার অনুষ্ঠিত হওয়া আগরতলা বইমেলায় বই বিক্রয়ের উপর নির্ভর করে আমাদের প্রকাশনার সংস্থার সদস্যদের প্রকাশনা সম্পর্কিত বিষয়ের ব্যয়ভারের বড় অংশ মেটাতে হয় । সেই দিক থেকে বইমেলায় স্টল না দিয়ে আমাদের সংস্থার অধীন প্রকাশকদের বিশাল আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিলেন । কী কারণে গত তিন বছর ধরে আবেদনের পরও অন্য তিনটি প্রকাশনা সংস্থার সমমর্যদা দিতে অসন্মত এবং চলতি ৪২তম বইমেলায় আমরা স্টল পাইনি অর্থাৎ কোন কোন বিষয়ে আমরা অযোগ্য ছিলাম সবিনয়ে জানতে চাইছি।
অতএব মহাশয়, আশাকরি আপনি আমাদের উক্ত জিজ্ঞাস্য বিষয়গুলি সত্তর বিশদে জানিয়ে বাধিত করবেন।
ধন্যবাদান্তে
বিজন বোস
সম্পাদক
প্রকাশনা মঞ্চ
মোবাইল নং -৯৮৬২২৯৯৯৬৫
সঙ্গে দেওয়া হল :-১) সমমর্যদা প্রদানের জন্য
আবেদনের ফটোকপি।
২) স্টলের জন্য আবেদনের ফটোকপি
0 Comments