সহযোগী বন্ধু
সহযোগী বন্ধু
আপনার প্রকাশনা মঞ্চের চরম সাফল্য কামনা করছি । বর্তমান সময় বড্ড কঠিন । আমরা একসাথে চলি বটে কিন্তু পরস্পরের থেকে কত যোজন দূরে ।
এই প্রেক্ষাপটে আপনার উদ্যোগে এবং পরিশ্রমে প্রকাশনা মঞ্চ সপ্তম বছরে পা রেখেছে, চলার শপথ নিচ্ছে আমি এক কলম বন্ধু হিসেবে অভিনন্দিত করছি ।
পথ কঠিন হোক বা মসৃণ , সংকল্প নিয়ে চলার পথে সহযাত্রী হবার বাসনা রাখি ।
প্রকাশনার কাজ কঠিন ও পরিশ্রমসাধ্য। পেছনের দিকে হয়তো অনেক কাহিনী তৈরি হবে বা ঘটবে কিন্তু এগিয়ে যাবেন যেভাবে এতদিন সম্মুখে পা ফেলে এসেছেন ।
আপনি একজন স্বীকৃত সাহিত্যকার । আপনার পথ সবল হবে আশা ।
আপনার এই চলার পথে আমি পাশে আছি ।
শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ
পার্থসারথি ঝা
মালদা
0 Comments