শুভেচ্ছা বার্তা। ।

সবিনয় নিবেদন। 
প্রতি
গোবিন্দ ধর 
সভাপতি
ত্রিপুরা রাজ্য কমিটি 
সার্ক কালচারাল সোসাইটি, ভারত

ভারতের সার্ক কালচারাল সোসাইটি একটি আন্তর্জাতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 
দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলির মধ্যে এই সংগঠন সাংস্কৃতিক, সামাজিক, পর্যটন ও বানিজ্যকে কেন্দ্র করে পারস্পরিক সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। 
নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত নিয়ে আমাদের এই অরাজনৈতিক আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন পরস্পরের মধ্যে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন নিয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করে চলেছে। সব কটি দেশের মধ্যে ভারতের ভূমিকা অন্যতম। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি ও জেলাগুলির উপর আমাদের সংগঠন কার্যক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে। এই উপলক্ষে আগামী ডিসেম্বরে ২০২৪ এ কোলকাতায় একটি সর্ব ভারতীয় সন্মেলন করার প্রস্তুতি শুরু করা হয়েছে। 
আমি জেনে অত্যন্ত আনন্দিত ও খুশি, আমাদের কবি বন্ধু শ্রী গোবিন্দ ধর মহাশয় ভারতের সার্ক কালচারাল সোসাইটির ত্রিপুরা রাজ্য কমিটি গঠনের প্রস্তুতি নিয়েছেন।
 ভাষা-সংস্কৃতি , জাতি-জনজাতি ও ভৌগোলিক বৈচিত্র্য-এ ত্রিপুরা একটি সমৃদ্ধশালী রাজ্য। বাংলা ভাষা ও স্হানীয় জাতি-জনজাতির ভাষা-সাহিত্য-সংস্কৃতির কবি শিল্পী-সাহিত্যিক এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন জেনে আমি গর্ব বোধ করছি।
 আসুন,  আমরা সকলে মিলে ত্রিপুরায় আন্তর্জাতিক মানের একটি সুস্থ সংগঠন পড়ে তুলি। ভারতের সার্ক কালচারাল সোসাইটির পক্ষ থেকে সকলকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। 
নিবেদন
 ইতি
ড. অমলকান্তি রায়। 
সভাপতি 
সার্ক কালচারাল সোসাইটি
ভারত।

0 Comments