সাহিত্য জগতের অমৃত সুধা || পরিমল কর্মকার
সাহিত্য জগতের অমৃত সুধা
পরিমল কর্মকার
হে সাহিত্য জগতের অমৃত সুধা---!
কি ভাষায় জানাব তোমায়
এই সুন্দর পৃথিবীর আলোর ভুবনে তোমার সৃজনশীল জীবনের সম্ভাষণ৷
তোমার জন্মদিনে চেনা-অচেনা কত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক শুভেচ্ছায় হবে সমবেত৷
তোমার অমূল্য সাহিত্য রত্ন সম্ভারে সঞ্চিত হয়েছে তোমার সৃষ্টির সৃজনশীলতা৷
তোমার সৃষ্টি স্বপ্ন সাধনার কালজয়ী ‘স্রোত’৷
তোমার আনন্দ চেতনায় রচিত হয়েছে অনেক কবিতা, জীবন উপাখ্যান৷
তুমি সাহিত্য ভাবনার অসীম সীমান্তে দাঁড়িয়ে
লেখালেখিতে সুধা এনে দিয়েছো
ইরিধান, শ্রীচরণেষু বাবা, জলঘর তোমার সৃষ্টি
অনেক কবিতা গ্রন্থ জন্ম দিয়েছ ভাবনার সোনালী ফসল৷
তোমার দুচোখে ছিল সৃষ্টির অনেক স্বপ্ন, অন্তরের সৃজনশীলতায়
শত শত শব্দ বুননে জন্ম দিয়েছো তোমার কালজয়ী কলম।
জন্ম দিয়েছ ‘শ্রীহট্টীয় লৌকিক সংস্কৃতি ও অভিধান’৷
এ ভাবেই আমাদের মননে চিন্তা চেতনার আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক সাহিত্য সৃষ্টির অমৃত সুধা৷
নব প্রজন্মের মননে জাগ্রত হয়ে উঠুক, তোমার ভাবনা-তোমার সৃষ্টির চেতনা৷
0 Comments