আমার মা||গোবিন্দ ধর
আমার মা
গোবিন্দ ধর
আমার মা
গোবিন্দ ধর
কথাবিশ্ব
প্রতিটি মা আমাদের জন্য ঘরের ছাদ।ঘরের খুঁটি।একটি পরিবারকে আলোকিত করার জন্য নিজেকে পুড়ে পুড়ে নিঃশেষ করে দেন তিনি।একজন মা সন্তানদের সুনাগরিক করে গঠন করতে পারেন।আবার শুধু শিক্ষিত করেও গঠন করতে পারেন।মা সন্তানের নিকট আদর্শ স্তম্ভ। মা আমাদের জীবনের আলোকশিখা।আলোকবর্তিকা।সন্তানের মানসিক বিকাশে মায়ের ভূমিকা নিষ্ঠা সন্তানের জীবন গঠনে অসীমান্তিক উড়াল।
একটি সন্তান ভূমিষ্ট হওয়ার পর দীর্ঘদিন নীরব কথা না বলা পিরিয়ড কাটায়।কিন্তু তখনই আসলে সম্তানের সারাজীবন কেমন কাটবে শিশুটির মনের সাদা খাতায় পারিবারিক পরিবেশ লিখে নেয়।আমরা ভাবি শিশুটি অনুভব করতে পারছে না।সে আর কি আমাদের থেকে শিখবে।কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষের জীবনের সব থেকে উল্লেখযোগ্য সময় একটি শিশু সন্তানের জীবনে তখনই সে পার করে।আর আমরা তা না জেনেই শিশুটির সে সময় পার করে দিই।এতে যা হবার হয় শিশুটির।ঘরের এই পরিবেশ ঠিক রেখে সন্তানের জন্য আদর্শ মুহূর্ত রচনা করতে পিতার চেয়ে অনেক অনেক বেশি একজন মায়ের ভূমিকা।সে জায়গায় প্রতিটি মা নীরব প্রদীপশিখা। হয়তো যারা ব্যর্থ হোন তাদের জীবনে নেমে আসে অন্ধকার পরিবেশ। আমরা চাই সকল ঘরে ঘরে নেমে আসুক সন্তানের বাসযোগ্য পৃথিবী।
অবচেতনভাবেই একটি শিশু তার পরিবার থেকে কিছু পূর্ব অভিজ্ঞতা সঞ্চয় করে। যা পরবর্তী সময় বিরুদ্ধ পরিবেশে ব্যক্তি তার নিজের ইচ্ছে বা অনিচ্ছায় গ্রহণ করে আরো হয় সুন্দর হবে নয়তো অন্ধকারে তলিয়ে যায়।হয়তো আপাতদৃষ্টিতে সেই সূক্ষ্ম বিষয় জরিপ প্রতিবেদন হয় না কিন্তু সূক্ষ্ম সে ঘটনা ঘটেই।অর্থাৎ পরিবার প্রতিষ্ঠান হাত গুটিয়ে নিতে চাইলেও আমার মনে হয় পরিবারের ভূমিকা একজন ব্যক্তিকে সু অথবা কু পর্যায়ে নিয়ে যাবার কারিগর।
২৪:০৭:২০২১
রাতঃ০৭:৪৫মি
কুমারঘাট।
0 Comments