কবি গোবিন্দ ধরের শুভজন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নিবেদন|| মৌসুমী কর
কবি গোবিন্দ ধরের শুভজন্মদিনে
তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নিবেদন|| মৌসুমী কর
হে কবি হৃদয়ের গহনে থাকা অক্ষরদের
চয়নে লিখছেন কবিতা।
যে কবিতায় নেই কোন ছলচাতুরি
নেই কোন কারিকুরি
আছে কেবলি আন্তরিকতা ঝুরিঝুরি।
কোন তাজটা আপনার শিরে চড়াই বলুন তো?
কবির,সম্পাদকের,সংগঠকের,প্রকাশকের,
কথাকর্মীর নাকি সঙ্গীত রচণাকারের?
এক অঙ্গে এত রূপের ছ্বটা সত্যিই আমাদের
অনুপ্রাণিত করে।
আমাদের মনের বিভিন্ন সৃজনশীলতার
খাদ্য যোগান দিচ্ছেন আপনি।
গৎবাঁধা পথে হাঁটতে যেনো আপনার তীব্র অনীহা।
আপনার উদ্যমী মনের নিত্যনতুন পরিকল্পনায়
জন্ম দিচ্ছেন কত কিছুর......
চমক দিচ্ছেন আমাদের
আজকের এই শুভদিনে আপনি এসেছিলেন
এই ধরাতে।
যেনো এক ধ্রুবতারার পৃথিবীতে পতিত হওয়া
তার অসংখ্য রশ্মি বিচ্ছুরিত হচ্ছে প্রতিনিয়তঃ
নানা গুনাবলীর মাধ্যমে।
তাই আজ আমার কলম আপনাকে জানাচ্ছে
হ্যাটস্ অফ,হ্যাটস্ অফ,হ্যাট্স্ অফ।
মৌসুমী কর
0 Comments