গোবিন্দ ধরের পরিচিতি || ক্রাইরী মগ চৌধুরী
গোবিন্দ ধরের পরিচিতি
ক্রাইরী মগ চৌধুরী
এ রাজ্যের কবিদের মধ্যে গোবিন্দ ধর একজন অন্যতম বিচিত্র গামি উজ্জ্বল কবি। তিনি হৃদয়ের একনিষ্ঠ খনন কবি। সাহিত্যের ক্ষেত্রে তার বিচিত্র দিকে পদচারণা, একধারে একজন বলিষ্ঠ কবি, সাময়িকী সম্পাদক, পুস্তক প্রকাশক ইত্যাদি। সংখ্যালঘু অন্যান্য পিছিয়ে পড়া ভাষার লেখা গ্রন্থ প্রকাশের মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছে দেবার জন্য তার অনলস প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।
ক্রাইরী মগ চৌধুরী
0 Comments