দিনলিপি :০৩

এই চিঠি গৌরব ডিজাইন করলো।সব তার নিজের কথা।সেরা উপহার হিসেবে নিলাম।

৩০/০৭/২০২০

বাবা
তোমার মনে আছে, আমরা রাতাছড়া ছেড়ে আসার আগে, তখন আমি খুব ছোটো।তুমি একদিন বই গোছাতে গোছাতে তোমার নবম না দশম শ্রেণির একটি খাতা আমার হাতে তুলে ধরলে খাতাটি ছিল ব্যায়মের খাতা। কিছু ছবিও এঁকেছিলে তুমি।আমি তো দেখে খুব অবাক হয়েছিলাম।আমার ভেতরে একটা জানার ইচ্ছে কাজ করেছিল মানুষের ছবিও কি আঁকা যায়?তুমিই আমায় ছবির জগতে নিয়ে এলে। গোল মাথা আর রেখা দিয়ে প্রথম মানুষ আঁকতে শেখালে। আর আজ আমি মানুষে ঈশ্বর খোঁজে পেয়েছি। শুধু ছবির জগতেই নয় সব কাজে সব সময় তুমিই আমার প্রথম প্রেরণা ও উৎসাহ।শুভ জন্মদিন বাবা তুমি খুব ভালো থাকো।সুস্থ থাকো সব সময়।
ইতি
তোমার 
গৌরব 
৩০+০৭-২০২০

0 Comments