দ্রোহবীজ পুঁতে রাখি,একা:আলোচনা -হারাধন বৈরাগী
দ্রোহবীজ পুঁতে রাখি, একা||আলোচনা:হারাধন বৈরাগী
ত্রিপুরার তরূণ কবি গোবিন্দ ধরের আত্মখননের তর্জনী নির্দেশিত কাব্যগ্রন্থ।বলা দরকার, কবি গোবিন্দ ধর শুধু কবি নন, একাধারে স্রোত পুস্তক প্রকাশনা, সাময়িকী সম্পাদনা লিটল ম্যাগ আন্দোলন সহ বিচিত্রবিধ সাহিত্যবিষয়ক কর্মকাণ্ডের সাথে জড়িত অতি জীবিত এক দ্রোহবীজ।যা তাঁর এই কাব্যগ্রন্থে স্বখোদিত ভাস্কর্যের মতো প্রস্ফুটিত।এই কাব্যগ্রন্থ পাঠের সাথে সাথে পাঠক স্বখননের সলিলে ডুবে যাবেন নিজেরই অজান্তে এ আমার গভীর বিশ্বাস ।এই কাব্যগ্রন্থে কবি যেন এক সুদক্ষ শৈল্যবিদের মতো নিজের জীবনকে নিজেই কাঁটাছেড়া করতে করতে বিশুদ্ধ উচ্চারে ছড়িয়ে দিচ্ছেন জীবনবেদ।আর পাঠক সেই বেদবীজে খুঁজে পাচ্ছেন যেন নিজেরই দ্রোহবীজ।এখানেই কাব্যগ্রন্থটির স্বার্থকথা যা আমার কাছে প্রতীয়মান হয়েছে ।
যখন কবি বলেন,-" পথের এত কাঁটা /চক্র, চক্রব্যুহ, খানাখন্দ মানুষ পার হতে পারে না/
এই চক্রে ঘুরপাক খায়/একটি লাটিম/
জলে থেকেও জল পিপাসায় জলের গভীরে ডুব দেই/ শুধু খাঁচা /খাঁচার দিকে এগিয়ে গেলে খোঁয়াড়ে প্রবেশ/এই স্বৈরিনীমুখ---/
তৃষ্ণা মেটেনি/বেলা মাসির পেন্টিতে সময়ের দাগ/এই পৃথিবীতে তুমুল তুফান/
আমি তুমি সবাই শিকার-----।কিংবা বুকে তোমার অনেক কবুতর ছিল /অথবা "তবু, সোনাগাছির বিপিএল ছলনা----/
ভাঙচুর হওয়ার মতো যথেষ্ট /কিছুই নেই অবশিষ্ট /অথচ প্রতিবার ভাঙছি/
কিংবা আঁকাবাঁকা হাটি বুকে ভর দিয়ে /
মানুষ অথবা মানুষ নয় অন্য কেউ? /ভেতরে ভেতরে বাস্তুম্যাপ, কামড়ায় মন, মেধা, সংস্কৃতি/
কবির কাছে জীবন গিরগিটির মতো রঙ বদলায়।তাই তিনি রঙ বদলাতে বদলাতে বর্ণান্ধ।
এই একটি মাত্র শরীর/যার সাথে আত্মা আমার ডানার মতো লেপটে আছে/ কিংবা বারবার সরল রেখা আঁকতে /বিন্দু দিয়েছি/দুটি বিন্দু আর ঠিকঠাক মিলেনি/
কবি বলেন -জল ভেবে বহুদূর অব্দি এসেছি/---ফেরা কি সহজ? /কেউ ফিরতে পারে না/
কবির উচ্চার -শরীর তৃপ্তি হোটেল নয়----/
আবার বলেন-সর্বংসহা এই মাটি/---মাটিতেই বীজ জাগে/মাটিতেই বেড়ে ওঠে/মাটিতেই খাবি আর হোঁচট/মাটিতেই আমিত্ব শেষ /
টপকাতে চেয়েছি বারবার/আল টপকাতে পারিনি বলে আমি জমিন/
কবির বিশ্বাস---শুভরেখা তুমি আলোতে থেকো/------------ভেতরে ভেতরে নিক্কণের শব্দ বাজে/বাইরে আমি একা/সমস্ত দ্রোহবীজ পুঁতে রাখি একা, একা।
পাঠ করার মতো কাব্যগ্রন্থ
__________________
"দ্রোহবীজ পুঁতে রাখি একা"(মোট 71টি কবিতা, 97পৃষ্ঠা )
*********************
- গোবিন্দ ধর
স্রোত প্রকাশনা
হালাইমুড়া, কুমারঘাট, 799264
ঊনকোটি ত্রিপুরা
ইমেইল srot-gobinda@rediffmail. com
মূল্য-একশ টাকা
মোবাইল -09436167231
==========%%=%=%%%%%%%%%%%
0 Comments