একগুচ্ছ কবিতা ||মাসুদা তোফা 
প্রতীক্ষা 

ভেবে ভেবে  হই  অস্থির, অজান্তে কতো
দিন  কাটে  প্রতীক্ষায়। 

কত ক্ষণ কেটে  গেছে অজানা  প্রত্যাশার
কাঁটা তারে  বিঁধে রয় 

হয়না যাওয়া  দূরে, হয়না আসা কাছে  মিছে 
মিছে থাকি প্রতীক্ষায় 

দিবানিশি ডুবে  থাকি গহীন  সায়রে  
ভাসাতে  সোনার তরী। 
৪.১.২১




জ্বলছে সেঁজুতি

জ্বলছে সেঁজুতিখানি  মিটিমিটি  সোনার বরণ
নৈসর্গিক সৌন্দর্যের আভা  করে ভুবন মোহন। 
চারিদিকে   সুশোভিত পারিজাত ছড়ায়   সৌন্দর্য
ক্লেদাক্ত দুষ্পাঠ্য  তবু আলোকিত পথ অনিবার্য। 
আলোময় সুসময়  আগমনে  হয়নি বনিবনা 
দৌবারিক আছে শুধু  পাহারায়  তবু  সে আনমনা। 
অবিমোচ্য আলো খোঁজে মৃত্তিকার স্নেহ ভালোবাসা
নয়নাভিরাম রূপ  ঝলকানিতে  জেগে উঠে আশা।
১০.৭.২১ 

দেবে কি জবাব তার


বিষ জ্বালা মোর অঙ্গে,  জ্বলে হই সুরাপানোদ্দীপ্ত 
ঘোর লাগা আঁখিপাতে  সুজনের অপেক্ষায়  মত্ত।
ভ্রমর হয়ে  আসে না  সে তো  স্বপ্ন  বিলাসী জীবনে
স্বর্গ সুখ  খুঁজে নেব তুমি যবে ফিরবে  মননে। 
মরি মরি আহা  তাই  অহোরাত্র দহন জ্বালায়
জ্বলি একা একা  তুমি এলে শেষে  কষ্টরা পালায়।
সুর তুলে অনাবিল আনন্দের অশ্রু ভেজা জলে 

প্রশ্ন করি  অকারণে কেন এত  দূরে সরে ছিলে? 
দেবে কি জবাব  তার, প্রেমহীন সে সুখ  খুঁজে পেলে 
না কি  শূন্য  মনে  ডুবে , হাহাকার  শুধু মেনে নিলে।
ঢাকা 
৩১.৭.২১



বুঝি না প্রেম ভালো লাগা বুঝি


শৈশবে এক  রাজপুত্রেরকথা মনে পড়ে আজ
বয়স তখন অল্প বুঝি না প্রেম, ভালোলাগা বুঝি ।
অপলক চেয়েথাকে অক্ষির অগোচরে  শুধু  চলে 
ভাবনার খেলা অবিরাম ভাসে মন মাঝে হাসে সে যে।
যেদিকে দৃষ্টি সেদিকেই মন  করে ছলছল যেন
দেখিনি কখনো  ভালবাসি ভেবে আনমনে চেয়ে তারে।
তবু ক্ষণে ক্ষণে মন পড়ে  ছিলো অনুভবে হৃদমাঝে
আজও তারই  কথা অজান্তে  মনে পড়ে মাঝে  মাঝে।
ঢাকা
৩০.৭.২১ 

শেষ কোথায় 

শেষ  বলে আছে কিছু  না কেবলই  চলা শুরু  হয় 
পথ পানে
আবার নতুন কিছু  হবে বলে  যদি যাত্রা শুরু  
দিনশেষে 
শেষ তবে মিলে যাবে  শুরু শেষে  অথবা  শেষের  
শেষ প্রান্তে
কোথায় শেষ  অনন্তে   অবিরাম  হিসাব নিকাশ  
যদি চলবে  
তবে শেষ কোথায় যে  শেষ নিয়ে  শেষ আয়োজন  করবে শেষে 
সাময়িক এক শেষ দেখে  মন হাহাকার করে  
কাঁদে কতো  
পরকাল চিরকাল  চলবে শেষ  হবেনা  কখনো
জানি আর
তাই শেষ নিয়ে ভাবছি কেন শুধু  বারবার শেষ 
নেই যার।
ঢাকা ১৮.৭.২১

অনু

ভোরের কুয়াশা মুড়ানো বরফে 
পড়ে অনুরাগ ঢাকা।
চায়ের কাপের সেই উত্তাপেও
ধোঁয়া নেই শুধু  ফাঁকা। 
মন শুধু  ভাবে কবে ফিরবে সে
ধোঁয়া উড়ানোরদিনে।
স্তব্ধতা কাটিয়ে অনুরাগ ছুঁয়ে 
এক পেয়ালা চা সনে। 
২৪.৭.২১ 

অনু

মনের আকাশ জুড়ে অকারণ মেঘ
বিষণ্ণ মনটা  কেন  আজ এলোমেলো। 
ভাঙলো সাঁজবাতিটা তবু নিরুদ্বেগ
অন্ধকারে খুঁজে ফিরি হারানো সে আলো। 

৮#সততা কি গাছে ফলে! 
#মাসুদা তোফা 
আখের গোছাতে  ব্যস্ত সবে
ভালো মন্দ ভেবে কি আর  হবে
এত বিত্ত বৈভব কোথা থেকে আসে
কতো কথা মানুষের কানে আসে
সবাই সততার কথা বলে
সততা কি গাছে ফলে! 
পরকালে কি পাবে  ভেবে
ইহকালে  উপোস  রবে 
আল্লাহর বিধান মেনে চলবে
এমন মানুষ ক'জন  পাবে!
ঢাকা
১৯.৫.২১

0 Comments