প্রতি গোবিন্দ ধর || সম্পাদক ত্রিপুরা প্রকাশনা মঞ্চ আগরতলা, ত্রিপুরা
প্রতি
সম্পাদক
ত্রিপুরা প্রকাশনা মঞ্চ
আগরতলা, ত্রিপুরা
১৪ নভেম্বর থেকে পাঁচ দিনের যে লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলার আয়োজন করা হয়েছে তাতে উপস্হিত থাকতে পারলে ভালো লাগতো। কিন্তু বয়সের কারণে আর বিশেষ হাঁটাচলা করতে পারি না । ছেলে-মেয়ের কাছেও যাওয়া হয় না । ত্রিপুরায় কখনও যাইনি বলে আরো বেশি ইচ্ছে ছিল যাবার । আমাদের বন্ধু প্রয়াত কবি প্রদীপ চৌধুরী ত্রিপুরার মানুষ । উনি বলেছিলেন সঙ্গে যেতে, কোনও অসুবিধা হবে না । তখন আমার আচমকা হৃদরোগের জন্য যেতে পারিনি । আমি তো লিটল ম্যাগাজিনেই লিখি । বস্তুত লেখা আরম্ভ করেছিলুম লিফলেটে, যা লিটলের চেয়েও ক্ষুদ্র। আমার বইপত্রও লিটল ম্যাগাজিন সম্পাদক-প্রকাশকরা বের করেছেন । এককালে নিজেই নিজের পত্রিকা আর বই ছাপাতুম । এখন তরুণ লিটল ম্যাগাজিন সম্পাদক-প্রকাশকরা আমাকে লেখকের মান্যতা দিয়ে বই প্রকাশ করেন, আমার গল্প, উপন্যাস, কবিতা ছাপেন । লিটল ম্যাগাজিনে যে দলাদলি হতো তাও ইনটারনেটের ব্লগিজিনের কারণে বিদায় হয়েছে । আমরা সবাই একজুট হতে পেরেছি । বুড়ো বয়সে পৌঁছে এর চেয়ে বেশি আনন্দের আর কীই বা থাকতে পারে !
আমি চাই এই লিটল ম্যাগাজিন প্রদর্শনী আর গ্রন্থমেলা সফল হোক । পরস্পরের কাজ সম্পর্কে অবহিত হবার এরকম সুযোগ সহজে পাওয়া যায় না । কবিতার আবৃত্তি, সেমিনার, প্রচ্ছদ নিয়ে আলোচনা সম্পাদক-প্রকাশক ও কবি-লেখকদের নতুন করে ভাবতে উৎসাহ যোগাবে । আমি নিশ্চিত যে এই আয়োজন একটা উৎসবের রূপ নেবে । আসলে, আমরা যারা সারা জীবন লিটল ম্যাগাজিনে লিখলুম, লিটল প্রকাশকরা আমাদের বই প্রকাশ করলেন এবং বিভিন্ন মেলায় অংশ নিয়ে নতুন পাঠকদের কাছে বই পৌঁছে দিচ্ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয় । উৎসব মানেই তো পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ আর আনন্দিত-আহ্লাদিত হওয়া ।
গোবিন্দ ধর মশায়কে বিশেষ করে ধন্যবাদ, কেননা আমি থাকি মুম্বাইতে এবং উনি আমার মতন নগণ্য এক লেখককে গুরুত্ব দিয়েছেন, ডাক দিয়েছেন এই উৎসবে ইনটারনেটের মাধ্যমে অংশ নিতে । এই সুযোগে বিভিন্ন সাহিত্য পত্রিকা ও ত্রিপুরা প্রকাশনা মঞ্চ নামক সংগঠনকেও স্যালুট জানাই তাঁদের উদ্যোগ ও পরিশ্রমের জন্য । সবাই ভালো থাকবেন । সাবধানে থাকবেন ।
মলয় রায়চৌধুরী
মুম্বাই
১৮-০৯-২০২১
0 Comments