গোবিন্দ ধর-কে লেখা কথাসাহিত্যিক সেলিনা হোসেন এর দুটো চিঠি 

১নং চিঠি 

প্রতি
গোবিন্দ ধর
সম্পাদক
ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড-এর সদস্য সদস্যাবৃন্দ

আমি জেনে আনন্দিত, ত্রিপুরায় প্রথমবারের মতো লিটল ম্যাগাজিন উৎসব:২০১৮ কুমারঘাটে আগামী ২৩:০৯:২০১৮ সকাল ০৯টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

ত্রিপুরার মহকুমা শহর কুমারঘাট। এখানের প্রাকৃতিক সৌন্দর্য কবি ও সম্পাদক গোবিন্দ ধরের মাধ্যমে আমি সম্যক জানি।এখানে দেও নদী প্রবাহিত।এই দেওনদীকে নিয়ে পদ্মশ্রী মজুমদার কবিতা লিখেছে।তার বই "দেও"।গোবিন্দের পত্নী কথাকার পদ্মশ্রী মজুমদার।পদ্মশ্রী এই দেওনদীকে নিয়ে একটি উপন্যাসও লিখেছে।উপন্যাসের নাম"দেওনদীর জল"।ইদানিং গোবিন্দ ধরও লিখেছে "দেওনদীসমগ্র"কবিতা সংকলন।একটি কবিতার সিডিও পদ্মশ্রীর"দেও"চট্টগ্রামের আবৃত্তি শিল্পী প্রবীর পাল করেছে।সব মিলে কুমারঘাট আমার এক স্বপ্নের জায়গা।

শুনেছি কুমারঘাট ঊনকোটি জেলায় অবস্থিত। ঊনকোটির শৈব ভাস্কর্য প্রকৃতির কোলে এক অপরূপ সৌন্দর্যে ভ্রমণ পিয়াসী মানুষের কাছে অপূর্ব জায়গা।

সে জন্যও কুমারঘাটের প্রতি আমার টান অনুভব হয়।

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এবার যোগ হলো কুমারঘাটে "ত্রিপুরা লিটল ম্যাগাজিন উৎসব:২০১৮"।

শুনেছি কুমারঘাটে গোবিন্দ ধর "স্রোত"  থেকে পর পর চারবার "কুমারঘাট উৎসব পালন করে এই অঞ্চলের সাহিত্যে হইচই করে দিয়েছে।এবার আরো এক ধাপ এগিয়ে লিটল ম্যাগাজিন উৎসব উদযাপন সাহিত্য প্রেমিক হিসেবে আমাকেও মুগ্ধ করেছে।

লিটল ম্যাগাজিন সাহিত্যের বাতিঘর।

এই উৎসবে আমি আমন্ত্রিত থেকেও আসতে পারিনি।আমি নিজে এই সময় খুব ব্যস্ত। পাশাপাশি শরীরও বয়সের ভারে কিছুটা ক্লান্ত।

আবার দিল্লী যাওয়ারও আমন্ত্রণ আছে।সব মিলে লিটল ম্যাগাজিনের তরফে কোন আমন্ত্রণে আসতে না পারার বেদনা আমাকে যন্ত্রণা দেয়।

আমি গোবিন্দের মাধ্যমে জেনেছি এই উৎসবকে কেন্দ্র করে কুমারঘাট থেকে বিশ(২০)টি লিটল ম্যাগাজিন প্রকাশিত হবে।প্রকাশিত হবে,"লিটল ম্যাগাজিন বার্তা"ও।

আমি সশরীরে উপস্থিত হতে পারিনি।এই অনুষ্ঠানের শুভ কামনা করি।অনুষ্ঠানের সাথে যুক্ত সকল লিটল ম্যাগাজিন সম্পাদক ও সহযোদ্ধাদের প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাই।

ইতি
সেলিনা হোসেন।
শ্যামলী,ঢাকা,বাংলাদেশ।
২২:০৮:২০১৮""

২নং চিঠি 

প্রতি
গোবিন্দ ধর 
হালাইমুড়া, কুমারঘাট 

"শুভ অপরাহ্ন। শুভেচ্ছা ও ভালোবাসা জানাই মঞ্চ ও মিলনায়তনে উপস্থিত সুধীবৃন্দকে। এমন একটি অনুষ্ঠানে আসার প্রস্তুতি নিয়েও আসতে পারলাম না। মন খারাপ হয়েছে বললে শুধুই বলা হবে। কষ্টদায়ক অনুভবকে শান্ত করা যাবে না।

‘স্রোত’ পঁচিশ বছরের জন্মদিনে পৌঁছেছে। এখন ‘স্রোত’ শুধু সাহিত্য পত্রিকা নয়, শিল্প-সাহিত্যের ঠিকানা হিসেবে নিজের গৌরব অর্জন করেছে। দীর্ঘ পঁচিশের পথযাত্রায় উত্থান পতন চড়াই উৎরাই অতিক্রম করেছে। আমি এই দীর্ঘ পথ পেরিয়ে যাওয়াকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। অভিনন্দিত করি।

আমার ভিসা থাকা সত্বেও ২৫ শে মে ত্রিপুরায় স্রোতের এই গৌরবময় রজতজয়ন্তী প্রকাশনা উৎসবে আসতে পারিনি। বয়স হয়েছে। একা দীর্ঘ পথ পাড়ি দেওয়া আমার শারীরিক অসুস্থতাজনিত কারণে অসুবিধাজনক। সঙ্গী ছিলো তরুণ গবেষক অপূর্ব শর্মা। শেষ মুহূর্তের চেষ্টা থাকা সত্বেও তার ভিসা পাওয়া হলো না। তাই এরকম এক আবেগঘণ  অনুষ্ঠানে আসতে পারলাম না।

স্রোত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কথাসাহিত্যিক শ্যামল বৈদ্যকে দক্ষিণারঞ্জন ধর স্মৃতি পুরস্কার প্রদান করবে।বই প্রদর্শনী, শ্রোতাদেরকে বই প্রদান, বই প্রকাশসহ স্রোত সাহিত্য-সংস্কৃতি পরিবার চল্লিশের উপর শাখার সভাপতি ও সম্পাদকদের সম্মাননা স্নারক তুলে দেওয়ার মতো নানা কর্মকান্ডের এই আয়োজন সফল হবে এই বিশ্বাস আমার আছে। কথাসাহিত্যিক শ্যামল বৈদ্যকে অভিনন্দন জানাই।"

ইতি
সেলিনা হোসেন।
শ্যামলী,ঢাকা,বাংলাদেশ।

২৫ মে ২০১৯

0 Comments