থই থই ছড়াঃ সারল্য ও ছন্দের ঝংকার || মিলনকান্তি দত্ত
থই থই ছড়াঃ সারল্য ও ছন্দের ঝংকার
মিলনকান্তি দত্ত
শঙ্খ ঘোষের বাক্য:'সহজ কথা ঠিক ততটা সহজ নয়'।ছড়া এমনই অসহজ একটা আঙ্গিক, যার দু'টি শক্ত বিশেষতা হচ্ছে, সারল্য ও ছন্দ। কদাচিৎ, কার-ও রচনায় এ-দুটির সুমিলন ঘটে গেলে ছড়া পেয়ে যায় সহজ উচ্চারণ। কবি গোবিন্দ ধর তাঁর ঝর্ণাকলম থেকে এমন-ই সব ছড়া ঝরিয়েছেন যে-গুলিতে সারল্য আছে -ছন্দ আছে।
প্রতিকৃতি :মিলনকান্তি দত্ত
0 Comments