প্রিয়জন
শ্রদ্ধেয় কমলেশ দাশগুপ্ত মহোদয় 
চট্টগ্রাম, বাংলাদেশ। 

আপনি আশা করি ভালো আছেন।আজ সকাল ৬টায় প্রকাশনা মঞ্চের সম্পাদক বিজন বোস মহোদয় আপনার রুমে নক করেছিলেন বার কয়েক।আবার সকাল ১০টায় গেছিলেন। আপনি তখন চেক আউট।
যাক যে জন্য ফোন করতেই হলো সে এক ভয়ঙ্কর কথা যদিও এগুলো আলোচনায় আনতে চাইনি তাও আমি বলতে বাধ্য হচ্ছি। আমার ছেলে অসুস্থ বিগত চার বছর যাবৎ।আমি তাও ছোট পত্রিকা ভালোবেসে পড়ে আছি।আপনাকেও ছোট পত্রিকার সুহৃদ জন মনে করি।
রাজধানীর বাইরে ১৫০ কিমি দূর থেকে তিনলক্ষ টাকা ঘাটতি বাজেটের এই আয়োজনে ২ লক্ষ টাকার উপর এখনো আমাদের ঋণ রয়েছে তা তৃতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা আয়োজন আমাদের । 
তথাপি আপনাকে আমরা যথাসম্ভব সঙ্গ দিয়েছি। শেষ অব্দি হয়তো যেহেতু হোয়াটসঅ্যাপ বা আপনার ফোনে সে রকম যোগাযোগ করতে আমরা পারিনি তাই সেরকম আতিথিয়েতা করতেও ইচ্ছে থাকলেও পারিনি।
লিটল ম্যাগাজিন আন্দোলনে গতকালও আলোচনা করেছি আপনাকে প্রয়াত রমাপ্রসাদ দত্ত সন্দীপ দত্ত মহোদয়ের মতো এক স্তরে ভাবি।শ্রদ্ধা করি।
কিন্তু মোবাইল যোগাযোগ সেরকম করা সম্ভব হয়নি।অন্যদিকে আমার হোয়াটসঅ্যাপ আন ইস্টল সকাল থেকে।আমার ছেলেকে সামলিয়ে তা ইস্টল করতে পারিনি।এই অবস্থায় এই এখন আমি হোয়াটসঅ্যাপ ইস্টোল করেই আপনাকে ফোন করেছি।পাশাপাশি আপনাকে শ্রদ্ধার সহিত জানাচ্ছি এই অনুষ্ঠান কোনো রকম স্পনসর নিয়ে নয়।পাওয়াও যায় না।এই অনুষ্ঠান আমাদের ব্যক্তিগত পকেট থেকে করতে হয়েছে। হয়ও।
লিটল ম্যাগাজিন আন্দোলনের কাজে ভুল হবে। ভুলত্রুটি থাকবে।
নিজগুণে ক্ষমা করে পরবর্তী আন্দোলনে আপনার সহযোগিতা চাই।
আপনাকে একটি সাক্ষাৎকারের প্রশ্ন পাঠিয়েছি সেগুলো দিন।
আমি এই কাজটিও করতে চাই।
লিটল ম্যাগাজিন আন্দোলনের সৈনিক কমলেশ দাশগুপ্ত 
মুখোমুখি 
 গোবিন্দ ধর। 
হ্যাঁ ভুল ত্রুটি আছে। কিছুটা অর্থনৈতিক।কিছুটা আমার পারিবারিক। 
একজন প্রগতিশীল লিটল ম্যাগাজিন আন্দোলনের সৈনিক হিসেবে আপনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে কোথায় কেন মানুষের শত্রুদের সামনে পড়তে হয় তা উপলব্ধি করবেন আশা রাখি।পাশাপাশি ত্রিপুরা নয় সারা বাংলা সাহিত্যের সকল ভুবনে একটিই সমস্যা যখনই আপনি কাজ করবেন আপনাকে টেনে নামিয়ে দেওয়া হবে।আপনি কোন কাজ করবেন না আপনাকে নিয়ে কারো মাথা ব্যথাও নেই। 
তাই এই বাংলাভুবনে আমার সমালোচকের অভাব নেই। যাদের নিয়ে এগিয়ে যেতে চেয়েছি তাদের অনেকেই আমার অস্ত্র কতটুকু ধারালো তা জেনে তার থেকে স্ল্যাং অস্ত্র প্রোয়োগ করতে দ্বিধা করেন না।যদিও এসব আমি পরোয়া করি না।
আপনাকেও উদ্বোধক করায় বাংলাদেশের অনেকের অসুবিধা। প্রতিবাদ।এমন কী অনেকেই আসেননি পর্যন্ত বাংলাদেশ থেকে। তথাপি আমার এক জবান।আপনাকে উদ্বোধকের আমন্ত্রণ জানিয়েছি।আমি আমার কমিটমেন্ট থেকে একতিল সরিনি।
আমি জানি বাঙালীদের একটাইঅস্ত্র যখন আপনাকে দৌড়ে ধরতে পারবেন না তখন চরিত্র হনন করে দেওয়ার এক পরিস্থিতি তৈরী করে দাও এভাবে ফিউস করে দেওয়ার চক্রান্ত করা।আমি যদিও এসব কান কথা এবং স্ক্যান্ডেল নিয়ে এক বিন্দু ভাবিও না।পিছিয়েও যাই না।এতে যদি আমার কাজকে কেউ ভালোবাসেন উনাকে আমি শ্রদ্ধার জায়গায় চিরদিন রাখি।
আপনাকে এত কথা বললাম আপনি একজন লিটল ম্যাগাজিন আন্দোলনের সৈনিক।আপনি জানেন লিটল ম্যাগাজিন আন্দোলন এক লড়াই।প্রতিষ্ঠানের বিরোদ্ধে ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে কঠিন লড়াই। এই লড়াইয়ে আপনাকে সাথে পাবো।পেয়েছিও।কিন্তু দুদেশের নেটওয়ার্ক জনিত সমস্যায় মিস মেনেজমেন্ট হচ্ছিল। আমরা চাইলেও সকলকে সঙ্গ দিতে পারিনি।
কিন্তু অনেক ভুলত্রুটির পরেও একটি সামান্য কজন শিক্ষার্থী গৃহকর্তী এবং লিটল ম্যাগাজিন কর্মীদের নিয়ে স্রোতের বিরুদ্ধে এই উল্টো স্রোতে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনাই আশা করবো।
আপনি ভালো থাকবেন।
আপনাকে আরো লিটল ম্যাগাজিনের মাইলস্টোন স্পর্শ করতে সঙ্গ চাই।

ধন্যবাদান্তে
গোবিন্দ ধর 
কার্যকরী সদস্য 
প্রকাশনা মঞ্চ।
২৮:০৫:২০২৩

বিদ্র:,আমরা পরস্পর যোগাযোগ রাখবো লিটল ম্যাগাজিনের স্বার্থেই।

0 Comments