আমরা প্রকাশক আমরা সম্পাদক,
প্রকাশনা মঞ্চ। 
আমরা শিশুদের আকাশ আঁকি
কবিদের কবিতা ছাপি, 
আমরা আমাদের ভাবনায় গাই,
খুলি মননের উৎকর্ষের ঝাঁপি।
গল্পে গদ্যে কবিতা ছন্দে
মানুষের কথাবলি,
নিজেদেৱ শ্ৰম ঢালি।

আমরা লিখি সমাজের গল্পগাঁথা
মানুষে মানুষে সাম্য,
লেখক কবিদের বন্ধু আমরা
 হাতে হাত রাখাই কাম্য।
ত্রিপুরাকে আমরা বাংলা সাহিত্যে
পরিচিত করতে চাই,
এিপুরাকে আমরা প্রাণের গভীরে 
 ঝরনার ছন্দে পাই।

আমরা বই ছেপে পাঠকের কাছে
নিয়ে যাই বই- ম্যাগাজিন,
কবিতা আর গানে গেয়ে যাই
আমরা মুক্তির জয়গান। 
ত্রিপুরা আমাদের স্বপ্ন সবুজ 
সকলের সাধना ভূমি, 
শিল্প সাহিত্য কবিতা গদ্যে
 কবিগুরুর তীর্থভূমি ।

0 Comments