গোবিন্দ ধরের গানের লিরিক
ঐ মাদল বাজে বাজে মাদল
সোনাঝুরির হাটে।
ঐ বাঁশি বাজে বাজে বাঁশি
মন পুকুরের ঘাটে।
রবি ঠাকুরের গানের তালে
সাঁওতাল মেয়ে নাচে (২)
লাল মাটির ঐ খোয়াই হাটে
লাল পাহাড়ি সাজে।
মানুষ গুলো আসছে যাচ্ছে
কোমর দুলিয়ে দুলকি তালে।
ঐ মাদল বাজে বাঁশি বাজে
সাঁওতাল মেয়ের তালে।
৩১:১০:২০২২
দুপুর:১২টা৫৫মি
কুমারঘাট।
যে ভাষায় কথা বলে নদী
পাখি গান গায়,কালোস্রোত
লেখা হয় পাতায় পাতায়।
আমাদের নদীগুলো জল কলকল
পাখিদের কল কাকলী
অক্ষরে অক্ষরে ঝরে সুরের ঝর্ণা ধারায়।
কচি কচি সবুজ কলি ফুটে
গাছে গাছে নীল নীলামায়
সারারাত ফুটে ফুল ঝরে পড়ে এই ধরায়।
যে ভাষায় কথা বলে নদী
পাখি গান গায়,কালোস্রোত
লেখা হয় পাতায় পাতায়।
[03/11, 9:10 pm] Gobinda Dhar: থিম সংগীত সোনাঝুরি ও স্রোতের সমস্ত প্রোগ্রামে করা হতো।আবার তুমি সুর দাও
যে ভাষায় কথা বলে নদী
পাখি গান গায়,কালোস্রোত
লেখা হয় পাতায় পাতায়।
নদীগুলো জল কলকল
পাখিদের কল কাকলী
ঝরে সুরের ঝর্ণা ধারায়।
কচি কচি সবুজ কলি
গাছে গাছে ফুটে ফুল
ঝরে পড়ে এই ধরায়।
যে ভাষায় কথা বলে নদী
পাখি গান গায়,কালোস্রোত
লেখা হয় পাতায় পাতায়।
0 Comments