গোবিন্দ ধরের গানের লিরিক
মনরে আমার
গোবিন্দ ধর
বোকা মন মনরে আমার
একজন মানুষ পেলাম না
ও মন মনরে আমার।
কত নগর গ্রামে ঘুরে
খুঁজি মণিমুক্ত।
শত দলের মাঝে খুঁজি
বেঁচে থাকার সুক্ত।
এক মানুষকে মানুষ ভেবে
দিলাম যেমন কথা
সেই মানুষটা দিয়ে যায়
মরমে তেমন ব্যথা।
ব্যথায় ব্যথায় জীবন গেলো
রইলো খোলস পড়ে।
এখন আমার আমির ভেতর
একলা আমি মরে।
বোকা মন মনরে আমার
একজন মানুষ পেলাম না
ও মন মনরে আমার।
৩||১২||২০২৩
রাত:১০টা৪৫মি
কুমারঘাট
0 Comments