প্রকাশনা মঞ্চ আয়োজিত তৃতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২৩

বিশ্বজিৎ নাগ

গত শুক্রবার ও শনিবার ২৬ ও ২৭ মে ২০২৩ তারিখে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে প্রকাশনা মঞ্চ আয়োজিত সংগঠনটির ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে দু’দিনব্যাপী তৃতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়।

প্রকাশনা মঞ্চের দুদিনব্যপী তৃতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলায় ভারত ও বাংলাদেশ থেকে প্রচুর লেখক সমাবেশ ঘটেছিল। চট্টগ্রাম লিটল ম্যাগাজিন গবেষণাগারের অধিকর্তা কমলেশ দাশগুপ্ত বিশিষ্ট কবি আসাদ মান্নান, কথাসাহিত্যিক পার্থ সারথি ঝা, কথাসাহিত্যিক নন্দকুমার দেববর্মা, বুকসেলার্সের কর্ণধার রাখাল মজুমদার, কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী, লোক গবেষক অশোকানন্দ রায়বর্ধন, হুমায়ুন কবির ঢালী, কবি নজমুল হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মঞ্চের সভানেত্রী নিয়তি রায় বর্মন। দেশ বিদেশের প্রখ্যাত পঞ্চাশজন কবি, প্রায় সত্তরটি লিটল ম্যাগাজিনসহ ভারত ও বালাদেশের বিশিষ্ট প্রকাশনা সংস্থা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

প্রকাশনা মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম দুদিন ব্যাপী এই মহামিলন উৎসবে।উদ্যোক্তাদের আমন্ত্রণে অনুষ্ঠানে আমি স্বরচিত একটি কবিতা পাঠ করি। উপস্থিত ছিলাম মেঘালয়ের গারো পাহাড়ের তুরা শহরের পত্রিকা উপহার নিয়ে।

অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ‍্যের কবি সাহিত‍্যক ও ভারতের বাহিরের বাংলাদেশের অনেক কবি সাহিত‍্যিক অংশ গ্রহন করেন। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বঙ্গের কবি গীতিকার এবং "তুই লাল পাহাড়ির দেশে যা" খ্যাত শ্রী অরুন কুমার চক্রবর্তী মহাশয়। বিভিন্ন গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে ছিল লিটল ম‍্যাগাজিন ও বই প্রকাশনা, আলোচনাসভা,বহুভাষিক কবি সম্মেলন, অনুগল্প পাঠ,শ্রুতিনাটক,সঙ্গীত পরিবেশন,কবিতা আবৃত্তি এবং সম্মাননা প্রদান। 
দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা হয়  একটি শোভাযাত্রার মধ্যে দিয়ে।

দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত কবি সাহিত্যিক প্রাবন্ধিক বিশ্লেষক এবং লিটল ম্যাগাজিনের সম্পাদক মন্ডলীর সদস্যদের মধ্যে মত বিনিময় এবং সকলকে একসূত্রে বেঁধে রাখার অদম্য প্রচেষ্টা অবশ্যই সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস।
সংগঠকদের চমৎকার আতিথেয়তা এবং আন্তরিকতায় অতিশয় মুগ্ধ।

0 Comments